করোনার স্ট্রেইনের বিরুদ্ধে কোন টিকা সবচেয়ে বেশি কার্যকর, তা নিয়ে গবেষণা চালিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। তাদের গবেষণায় জানা গিয়েছে Covishield ও Covaxin-এর ককটেল করোনা দমনে বেশ কার্যকর।
সূত্রের খবর, ICMR-এর উপর আস্থা রেখে তাদের এই নিয়ে গবেষণায় অনুমতি দিয়েছে DCGI। এর গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল হবে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে।
সূত্রের খবর, গত ২৯ জুলাই CDSCO- তরফে এই গবেষণার প্রস্তাব দেওয়া হয়। সেই মোতাবেক গবেষকরা আলাপ-আলোচনার পর স্থির করেন এই গবেষণার দায়িত্ব দেওয়া হবে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজকে। এবং সেখানে ৩০০ জন স্বেচ্ছাসেবকের উপর এই গবেষণা চালানো হবে।
কেন এই গবেষণা? দেশে অনেক জায়গাতেই ভ্যাকসিনের অভাব এবং ভুলবশত কিছু জায়গায় একজন ব্যক্তিকে দুই রকম ভ্যাকসিন দেওয়া হয়েছে। তারপরই ICMR গবেষণা করে দেখে, এই ককটেল যথেষ্টই কার্যকর।
ICMR-এর আরও দাবি, অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাসের টিকার ককটেল শুধু নিরাপদই নয়, অনেক বেশি সুরক্ষিতও। তা তারা পরীক্ষা করে দেখেছে।