scorecardresearch
 
Advertisement
করোনা

Covid-19 প্রিম্যাচিওর বেবির সম্ভাবনা বাড়াচ্ছে? কী বলছে গবেষণা...

premature births
  • 1/7

গর্ভাবস্থায় করোনা আক্রান্ত (Coronavirus in Pregnancy) হওয়ার আশঙ্কা বেড়ে যায়৷ যে কারণে গর্ভবতী মহিলাদের খুবই সাবধানে থাকার পরামর্শ দিয়েছে হু এবং আইসিএমআর৷ 
 

premature births
  • 2/7

দেশে করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিয়েছিল৷ বাদ যাননি সন্তানসম্ভবারাও (Pregnant Woman)৷ বেশ কিছু ক্ষেত্রে মৃত সন্তান প্রসবের (Still Baby) মতো ঘটনাও ঘেটেছে৷ 

premature births
  • 3/7

এখন প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থায় করোনা আক্রান্ত হলে কি  প্রিম্যাচিওর বেবির জন্মের সম্ভাবনা বেড়ে যায়। এই বিষয়ে মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট রিজিওনাল হেলথে মার্কিন গবেষকদের রিসার্চ সম্প্রতি প্রকাশিত হয়েছে।
 

Advertisement
premature births
  • 4/7

তাতে দাবি করা হয়েছে করোনা সংক্রামিত হলে প্রি-ম্যাচিওর বা সময়ের আগে জন্ম নেওয়া বাচ্চার সম্ভাবনা বেড়ে যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখছেন ৩২ সপ্তাহেরও কম সময়ে গর্ভস্থ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৬০ শতাংশ। 
 

premature births
  • 5/7

অন্তস্বত্ত্বা  SARS-CoV-2-তে আক্রান্ত হলে তাঁর ৩৭ সপ্তাহের কম সময়ে  সন্তানের জন্ম দেওয়ার সম্ভাবনা বেড়ে যায় ৪০ শতাংশ। 
 

premature births
  • 6/7

গবেষণা বলছে যাঁদের হাইপারটেনশন, ডায়াবেটি বা ওবেসিটি রয়েছে তারা কোভিড ১৯ সংক্রমিত হলে প্রিম্যাচিওর বেবি জন্মের সম্ভাবনা ১৬০ শতাংশ। 

premature births
  • 7/7

মায়ের শরীর থেকে গর্ভস্থ সন্তানের শরীরে ভাইরাসের সংক্রমণ (ভার্টিক্যাল ট্রান্সমিশন)হয় কি না তা এখনও ঠিক ভাবে জানা যায়নি। অন্তত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তাই‌ বলছে।

Advertisement