চিন্তা বাড়াচ্ছে R Value। যা নিয়ে বেশ উদ্বিগ্ন মহামারি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই R Value-র বৃদ্ধি দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সংকেতও হতে পারে। চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সের থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।
RO বা R ফ্যাক্টরের মাধ্যমে জানা যায়, একজন ব্যক্তি আরও কতজনকে সংক্রমিত করতে পারে। চেন্নাইয়ের ইনস্টিটিউট অফ ম্যাথমেটিক্যাল সায়েন্সের তরফে জানানো হয়েছে, ২৭ জুলাইয়ের পর R ভ্যালু ১ এর বেশি হয়েছে।
গবেষকরা জানিয়েছেন, ৭ মে তারিখের পর এই প্রথম R ভ্যালু এত বাড়ল। যা বেশ চিন্তার বা উদ্বেগের। ২৭ থেকে ৩১ জুলাই তো R ভ্যালু আরও বেড়েছে।
মহামারি গবেষকদের মতে ১ এর নীচে R ভ্যালু ভালো। কারণ, এতে নিশ্চিত হওয়া যায় যে, ভাইরাস অনেকটাই কম ছড়াতে পারবে। ফলে সংক্রমিতের সংখ্যাও কমবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মণিপুর, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরা বাদে উত্তর পূর্বের রাজ্যের বেশিরভাগ জায়গায় R ভ্যালু ১ এর বেশি। পাশাপাশি কর্ণাটক, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে আর ভ্যালু বেড়েছে। সঙ্গে বাড়ছে সংক্রমণও। যা আরও এক চিন্তার বিষয়।