scorecardresearch
 
Advertisement
দেশ

Tajmahal Yamuna River Flood: তাজমহল পৌঁছে গেল যমুনা, গ্রাস করতে পারে? আতঙ্কের ছবি

যমুনার গ্রাসে তাজমহল
  • 1/10

যুমনার গ্রাসে দিল্লি সহ বিস্তীর্ণ এলাকা। যমুনা বইছে বিপদসীমার উপর দিয়ে। ভয়াবহ বন্যা দিল্লিতে। সব ছবি সৌজন্য: PTI

তাজমহলকেও কি গ্রাস করবে যমুনা?
  • 2/10

এবার যমুনার জল ছুঁতে চলল বিশ্বের অন্যতম আশ্চর্য তাজমহলকেও। আশঙ্কা তৈরি হচ্ছে, তাজমহলকেও কি গ্রাস করবে যমুনা?

তাজমহলের পাঁচিল ছুঁয়ে ফেলল যমুনা নদী
  • 3/10

গত ৪৫ বছরে এই প্রথম তাজমহলের পাঁচিল ছুঁয়ে ফেলল যমুনা নদী। আগ্রায় যমুনা ৪৯৫ ফুট ছুঁয়েছে জলস্তর।

Advertisement
তাজমহলের প্রাচীর ছুঁয়েছে যমুনা
  • 4/10

আগ্রা পুরসভার কমিশনার অঙ্কিত খান্ডেলওয়ালের কথায়, 'গত ৩ দিন ধরে জলস্তর বাড়ছেই। যেখানেই জলস্তর বিপদসীমা পার করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি।'

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-এর বক্তব্য
  • 5/10

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)-এর বক্তব্য, হেরিটেজ সাইটের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই আপাতত। 

তাজমহল চত্বর জলের তলায়
  • 6/10

যদিও তাজমহল চত্বরে ইতিমহাদ-উদ-দৌলা সমাধিস্থল ও দশেরা ঘাট ডুবে গিয়েছে। 

তাজমহলের বেসমেন্টে জল পৌঁছয়নি
  • 7/10

UNESCO হেরিটেজ সাইটের সপ্তম শতকের বাগানও প্লাবিত। যদিও কর্তৃপক্ষের দাবি, তাজমহলের বেসমেন্টে জল পৌঁছয়নি।

Advertisement
একাধিক মনুমেন্টে বন্যার জল ঢুকেছে
  • 8/10

রামবাগ, মেহতাব বাগ, জোহরা বাগ সহ একাধিক মনুমেন্টে বন্যার জল ঢুকেছে। 
 

তাজমহলের রাস্তা জলের তলায়
  • 9/10

তাজমহলের রাস্তা জলের তলায়। কারণ পার্শ্ববর্তী নর্দমা ছাপিয়ে গিয়েছে। 

 ১ লক্ষ টাকা কর আর্থিক সাহায্য ঘোষণা
  • 10/10

ইতিমধ্যে লালকেল্লার পাঁচিলও ছুঁয়ে ফেলেছে যমুনার জল। যমুনার বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে ১ লক্ষ টাকা কর আর্থিক সাহায্য ঘোষণা করেছে দিল্লি সরকার।

Advertisement