scorecardresearch
 

Abhishek Banerjee In Tripura: গ্রেফতার ১৪ জন TMC নেতা-কর্মীর অবশেষে জামিন মঞ্জুর

পূর্ব ঘোষণা মতো ত্রিপুরায় (Tripura) পৌঁছলেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার দলীয় নেতা কর্মী সমর্থকের ওপরে হামলার ঘটনার প্রেক্ষিতেই এদিন ত্রিপুরায় অভিষেক। ত্রিপুরায় পৌঁছেই বিপ্লব দেবের সরকারকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Advertisement
খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খোয়াই থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • বিজেপি সরকারের কড়া সমালোচনা
  • শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জ
  • গ্রেফতার ১৪ জন TMC নেতা-কর্মীর অবশেষে জামিন মঞ্জুর হল।

  • আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা সুবল ভৌমিকের উপর হামলার অভিযোগ। ওই তৃণমূল নেতার দাবি, তাঁর উপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ইট, পাথতর ছোড়া হয়েছে তাঁর গাড়ি লক্ষ্য করে। 

  • আদালতে নিয়ে যাওয়া হল ধৃত তৃণমূল নেতাদের। তাঁদের সঙ্গে আদালতে গেলেন দোলা সেন, ব্রাত্য বসুরা। তবে থানাতেই বসে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

  • "ভিত্তিহীন মামলা কেন দিচ্ছেন? যাদের মারে তৃণমূলের কর্মীর মাথা ফাটল তাদের কেন গ্রেফতার করছে না পুলিশ? খেতে দেয়নি, চিকিৎসা করায়নি। যে ভিত্তিহীন ধারা দেওয়া হয়েছে তার প্রতিবাদ করছি।" মন্তব্য কুণাল ঘোষের।

  • "যারা বাইরে দাড়িয়ে কাল পতাকা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে মহামারী আইন নয়, যারা কাল পাথর মারল তাদের বিরুদ্ধে মহামারী আইন নয়, আর আইন প্রযোজ্য হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, যারা জমায়েত করে পাথর মারল, তাদের বিরুদ্ধে কেন আইন লাগু হবে না? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।"

  • খোয়াই থানায় পুলিশ আধিকারিকের সঙ্গে তীব্র বাদানুবাদ তৃণমূল নেতৃত্বের। উপস্থিত রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দোলা সেন, ব্রাত্য বসু ও ধৃত তৃণমূল নেতা কর্মীরা। জামিন অযোগ্য ধারা প্রত্যাহারের জন্য পুলিশকে চাপ তৃণমূল নেতাদের।

  • পুলিশ আধিকারিকের সঙ্গে বাদানুবাদে জড়াল তৃণমূল
    পুলিশ আধিকারিকের সঙ্গে বাদানুবাদে জড়াল তৃণমূল
  • খোয়াই থানার বাইরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 'গো ব্যাক' স্লোগান দিচ্ছে বিজেপি। নতুন করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তারজন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আটকে দেওয়া হয়েছে থানার গেট।

  • বিপর্যয় মোকাবিলা আইনে গতকাল তৃণমূলের ১৪ জন নেতানেত্রীকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। তাঁদের আজই আদালতে পেশ করা হবে। এদিকে ইতিমধ্যেই খোয়াই থানায় উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ তাঁর। অভিষেক ছাড়াও এদিন ত্রিপুরায় গিয়েছেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ ও দোলা সেন।

    Advertisement
  • রবিবার ত্রিপুরায় পৌঁছেই সেরাজ্যের সরকার তথা বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অভিষেক বলেন, "ধমকে চমকে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে। কিন্তু তাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক। ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।" অভিষেক আরও বলেন, "তৃণমূল কর্মী সর্থকদের ওপরে আক্রমণ করা হল। আর যারা করেছে তাদের গ্রেফতার না করে যাঁরা আক্রান্ত তাঁদের জেলে ঢোকান হল। ত্রিপুরা মানুষ দেখছেন, সমগ্র দেশের মানুষ দেখছেন। গণতন্ত্রের কী অবস্থা ত্রিপুরা মানুষ উপলব্ধি করছেন।" তবে তৃণমূল শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে এবং ত্রিপুরাতে বিজেপিকে এক ছটাক জমি ছাড়বে না বলে এদিন আরও একবার স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

  •  

পূর্ব ঘোষণা মতো ত্রিপুরায় (Tripura) পৌঁছলেন তৃণমূল (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার দলীয় নেতা কর্মী সমর্থকের ওফরে হামলার ঘটনার প্রেক্ষিতেই এদিন ত্রিপুরায় অভিষেক। 


 

Advertisement