scorecardresearch
 

উহানে ফের বাড়ছে করোনার দাপট, ৪ দিনে ৯০% মানুষের টেস্ট

উহানে (Wuhan) নতুন করে ৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এমন ১৫ জনের সন্ধান পাওয়া গিয়েছে যাঁদের দেহে কোনও উপসর্গ নেই। গত শুক্রবার পর্যন্ত হুবেই প্রদেশে ৪৭ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৩১ জন স্থানীয় ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। সংবাদ সংস্থা সিনহুয়া জানাচ্ছে, উহানে ৬৪ জন উপসর্গহীন রোগীকে চিকিৎসকদের নজরদারীতে রাখা হয়েছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • উহানে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
  • ৪ আগস্ট থেকে চলছে গণ টেস্টিং
  • বন্ধ ১৫৭টি রেসিডেন্সিয়াল কমিউনিটি

চিনের উহানে (Wuhan) ফের মারণ থাবা চওড়া করছে করোনা (Corona)। নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে শুরু হয়েছে গণ টেস্টিং। শনিবার উহানের এক আধিকারিক জানান, শহরের ১.২ কোটি জনসংখ্যার মধ্যে ১.১ কোটি মানুষের টেস্ট করা হয়েছে। অর্থাৎ মোট জনসংখ্যার ৯০ শতাংশের বেশি মানুষের টেস্ট করা হয়ে গিয়েছে। 

জানা যাচ্ছে, উহানে (Wuhan) নতুন করে ৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এমন ১৫ জনের সন্ধান পাওয়া গিয়েছে যাঁদের দেহে কোনও উপসর্গ নেই। গত শুক্রবার পর্যন্ত হুবেই প্রদেশে ৪৭ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। তাঁদের মধ্যে ৩১ জন স্থানীয় ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন। সংবাদ সংস্থা সিনহুয়া জানাচ্ছে, উহানে ৬৪ জন উপসর্গহীন রোগীকে চিকিৎসকদের নজরদারীতে রাখা হয়েছে। 

স্থানীয় এক আধিকারিক জানাচ্ছেন, নিউক্লিক অ্যাসিড টেস্টিং-এর জন্য ১.১২ কোটিরও বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে। সংবাদ সংস্থা সিনগুয়াকে হুবেই (Hubei) প্রদেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশানের ডেপুটি ডিরেক্টর লি ইয়াং জানিয়েছেন, ৪ আগস্ট থেকে গণ টেস্টিং শুরু হয়েছে, এবং এখনও পর্যন্ত ১.০৮ কোটি মানুষের রিপোর্টও চলে এসেছে। স্বাস্থ্যকর্মীরা এখনও নমুনা পরীক্ষার কাজে লেগে রয়েছেন। সিনহুয়া জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত শহরের ১৫৭টি রেসিডেন্সিয়াল কমিউনিটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২০১৯ সালে ডিসেম্বর মাসে উহানেই প্রথম করোনা আক্রান্ত রোগীর হদিশ পাওয়া যায়। তারপর বিশ্বের অন্যান্য দেশেও পাওয়া যেতে থাকে করোনা আক্রান্তের হদিশ। চিনের (China) স্বাস্থ্য কমিশন জানাচ্ছে, শুক্রবার দেশে নতুন করে ১৩৯ জন কোভিড ১৯-এ (Covid 19) আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যার জেরে শুক্রবার পর্যন্ত চিনে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৩,৬০৫। পাশাপাশি এপর্যন্ত চিনে মৃত্যু হয়েছে ৪,৬৩৬ জনের। বর্তমানে চিনে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা চলছে ১,৪৪৪ জনের। তাঁদের মধ্যে ৩৯ জনের অবস্থা আশঙ্কাজনক।  

Advertisement

 

Advertisement