অযোধ্যা তৈরি হচ্ছে রামমন্দির (Ayodhya Ram Mandir)। জোর কদমে চলছে কাজ। নির্মাণকাজে ২৪ ঘণ্টাই ব্যস্ত রয়েছেন কর্মী ও ইঞ্জিনিয়াররা। তারই মাঝে এবার উপগ্রহ চিত্রে ধরা পড়ল সেই নির্মাণকার্য। ছবিতে খননকার্য এবং তারপর সেই মাটি সরিয়ে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছ। এই প্রসঙ্গে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের (Sri Ram Janmabhoomi Teerth Kshetra Trust) তরফে জানান হয়েছে, বিশেষজ্ঞরা ভিতে অতিরিক্ত কংক্রিটের স্তর দেওয়ার দেওয়ার পরামর্শ দিয়েছেন।
গত ৩১ মে প্রকাশিত একটি বিবৃতিতে ট্রাস্টের তরফে বলা হয়, "আলোচনায় ঠিক হয়েছে মন্দিরের ভিত রোলার কমপ্যাক্ট কংক্রিট (RCC) প্রযুক্তিতে তৈরি হবে। ১,২০,০০০ বর্গফুট এলাকায় দেওয়া হবে মোট ৪০-৪৫টি কংক্রিটের স্তর। এখনও পর্যন্ত ৪টি স্তর সম্পন্ন হয়েছে।"
ট্রাস্ট জানাচ্ছে, ইতিমধ্যেই ১,২০,০০০ ঘনমিটার মাটি খনন করে সরিয়ে ফেলা হয়েছে। মাটি বের করার পরেই ভিত আরও শক্তিশালী করার জন্য কংক্রিটের বড় বড় স্তর দেওয়া হচ্ছে। ট্রাস্ট আরও জানাচ্ছে, "RCC-র একটি স্তর তৈরি দিতে ৪-৫ দিন সময় লাগে। আশা করা যাচ্ছে অক্টোবরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।" ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানাচ্ছেন, সীমানা প্রাচীরের নকশার স্থিতিশীল ত্রুটিগুলি পরিবর্তনের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে।
এদিকে ইতিমধ্যেই রামমন্দির তৈরির জন্য জমি কেনার বিষয়ে দুর্নীতির অভিযোগ উঠেছ। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। কমমূল্যের জমি অনেক বেশি দামে কেন হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশজুড়ে।