সাংসদ পদ ছাড়ছেন না বাবুল সুপ্রিয়। তিনি আসানসোলের সাংসদ হিসেবে কাজ করে যাবেন। BJP-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন। জানালেন বাবুল সুপ্রিয়।
সোমবার সন্ধেবেলা জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন বাবুল। বৈঠক শেষে তিনি জানান, রাজনীতি ছেড়ে দিচ্ছেন। তবে নাড্ডা ও শাহের অনুরোধে সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। তিনি আসানসোলের মানুষের জন্য কাজ করে যাবেন।
আরও পড়ুন : 'ত্রিপুরায় খেলা শুরু, সরকার গড়বই'; চ্যালেঞ্জ অভিষেকের
কিন্তু কেন সাংসদ পদ ছাড়লেন না বাবুল? উত্তরে বলেন, 'সাংসদ তহবিলের অর্থ যাতে ঠিকঠাক খরচ হয় সেটা দেখব। উপনির্বাচন করতে গেলে বিশাল খরচ। ৩-৪ দিন ধরে ভেবেছি। আসানসোল থেকে যে বার্তা পেয়েছি, তাতে বুঝেছি আমার ছেড়ে দেওয়াটা চাইছেন না সেখানকার মানুষ।' সরকারি বাংলো ও কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একই থাকছে বলেও জানান বাবুল। বলেন,'দিল্লির বাংলো ও সিআরপিএফ ছেড়ে দেব। আমার বিকল্প আয় নেই। তাই সাংসদ হিসেবে বেতন নেব।'
কেন রাজনীতি ছাড়ছেন? প্রশ্নের উত্তরে বাবুল বলেন, 'কিছু বিষয় আছেই। বিধানসভা ভোটের সময় থেকেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা ভেবেছিলাম। এখন সে সব কারণ না বলাই ভালো।'
গত শনিবার ফেসবুক (Facebook)-এ দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণার পর শনিবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। তবে সেদিনের বৈঠক ফলপ্রসূ হয়নি। এরপর আজ ফের নাড্ডার সঙ্গে বৈঠক হয় আসানসোলের সাংসদের। সেই বৈঠকের শেষে বাবুল বলেন, 'সাংসদ হিসেবে যা দায়িত্ব পালন করার তা করব। তবে আমি দলের কোনও কাজকর্ম করব না। অন্য কোনও দলে যোগও দেব না।'
শনিবারই বাবুলকে নিজের সিদ্ধান্ত ভেবে দেখার পরামর্শ দিয়েছিলেন নাড্ডা। সূত্রের খবর, সেদিন থেকেই বরফ গলতে শুরু করে।