scorecardresearch
 

গান্ধির জন্মদিনে ট্রেন্ড 'গডসে জিন্দাবাদ', কড়া জবাব বরুণ গান্ধির

গান্ধিজির জন্মদিনে টুইটারে ট্রেন্ড ‘গডসে জিন্দাবাদ’। হিন্দুত্ববাদীরা গান্ধির হত্যাকারী গডসের জয়গান শুরু করেছেন সোশাল মিডিয়ায়। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ BJP সাংসদ বরুণ গান্ধি। তিনি, যাঁরা গান্ধিজিকে অপমান করছেন তাঁদের একহাত নিলেন।

Advertisement
বরুণ গান্ধি বরুণ গান্ধি
হাইলাইটস
  • গান্ধিজির জন্মদিনে টুইটারে ট্রেন্ড ‘গডসে জিন্দাবাদ’
  • হিন্দুত্ববাদীরা গান্ধির হত্যাকারী গডসের জয়গান শুরু করেছেন সোশাল মিডিয়ায়
  • যা নিয়ে বেজায় ক্ষুব্ধ BJP সাংসদ বরুণ গান্ধি

গান্ধিজির জন্মদিনে টুইটারে ট্রেন্ড ‘গডসে জিন্দাবাদ’। হিন্দুত্ববাদীরা গান্ধির হত্যাকারী গডসের জয়গান শুরু করেছেন সোশাল মিডিয়ায়। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ BJP সাংসদ বরুণ গান্ধি। তিনি, যাঁরা গান্ধিজিকে অপমান করছেন তাঁদের একহাত নিলেন। বললেন, যাঁরা গান্ধির হত্যাকারীকে নিয়ে উল্লাস দেখাচ্ছেন তাঁরা আসলে দেশকে অপমান করছেন। 

সোশাল মিডিয়ায় ট্রেন্ড নাথুরাম
সোশাল মিডিয়ায় ট্রেন্ড নাথুরাম

বরুণ গান্ধি এই নিয়ে টুইটও করেছেন। তিনি লিখেছেন, 'ভারত চিরদিনই আধ্যাত্মিকতায় বিশ্বাস করে এসেছে। মহাত্মার হাত ধরেই, তাঁর ব্যক্তিত্ব এবং আদর্শে আমরা নীতিগত আধিপত্য অর্জন করেছি। এটাই আমাদের শক্তি। যাঁরা আজ গডসে জিন্দাবাদ বলে টুইট করছেন, তাঁরা আসলে নির্লজ্জভাবে দেশকে অপমানিত করছেন।' 

আরও পড়ুন : Mamata Banerjee and Hemant Soren : DVC নিয়ে ঝাড়খণ্ডের মদতে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চান মমতা

২ অক্টোবর গান্ধিজির জন্মদিন। আজকের দিনেই গুজরাতের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন গান্ধিজি। দিনটিকে প্রতিবার সম্মানের সঙ্গে পালন করা হয়। এবছরও হচ্ছে। তবে এদিন সকাল থেকেই গান্ধির হত্যাকারী নাথুরাম টুইটারে ট্রেন্ড হয়েছেন। তাঁকে কেউ ভারতরত্ন কেউ আবার নাথুরাম জিন্দাবাদ স্লোগানও তুলেছেন। যেগুলো সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। আর তাতেই বেজায় চটেছেন উত্তরপ্রদেশের সুলতানপুরের সাংসদ বরুণ। 

 

Advertisement
Advertisement