লাদাখ সীমান্তে ফের একবার উত্তেজনার পরিস্থিত। সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাদের খুব কাছে চলে এল চিনের বিমান। এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারত। গত মাসের শেষ সপ্তাহে ঘটনাটি ঘটেছে পূর্ব লাদাখের LAC-তে।
Aaj Tak-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিনা বিমান ভারতীয় সেনাবাহিনীর কাছাকাছি আসার সতর্ক হয়ে যায় ভারতীয় বিমান বাহিনীও। যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রস্তুতি নেয় আইএএফ।
জানা গিয়েছে, পূর্ব লাদাখের এলএসি-তে ভারতীয় পোস্টের খুব কাছাকাছি চলে এসেছিল একটি চিনা বিমান। জুনের শেষ সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় বায়ুসেনা। কেন্দ্রীয় সরকারের এক সূত্র আজতককে জানিয়েছে, এই ঘটনার পরে, যে কোনওরকম পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীকে সক্রিয় করা হয়েছে।
সূত্র আরও জানাচ্ছে, গত কয়েক মাসে পূর্ব লাদাখ সেক্টরে চিনা সেনাবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের ঘটনাগুলির মধ্যে এটি একটি। ব়্যাডারের মাধ্যমে সীমান্ত এলাকায় অবস্থিত ভারতীয় বিমান বাহিনী এ ঘটনার খবর পায়। ঘটনাটি এমন একটি সময়ে ঘটে, যখন চিনা বিমান বাহিনী পূর্ব লাদাখের কাছে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ব্যাপক মহড়া চালাচ্ছিল এবং ব্যাপকভাবে বিমান প্রতিরক্ষা অস্ত্রের ব্যবহার করছিল।
সূত্রের খবর, এই বিষয়টি ভারতের তরফে চিনকে জানানো হয়েছে, এবং ভবিষ্যতে এই ধরনের আর যাতে না হয়, তেমনটাও বলা হয়েছে। তারপর থেকে চিনও ওই এলাকায় আর কিছু করেনি বলেই খবর।
আরও পড়ুন - হঠাত্ অনিয়মিত পিরিয়ডস, করোনার জের? বিশেষজ্ঞরা যা জানাচ্ছেন...