scorecardresearch
 

নেতাজি ১২৫: উদযাপনে মোদীর নেতৃত্বে বিশেষ কমিটি কেন্দ্রের, রয়েছেন বুদ্ধ-মমতাও

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে চলেছে। তাই তৈরি করা হল এক উচ্চপর্যায়ের কমিটি। যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কংগ্রেস নেতা অধীর চৌধুরি (Adhir Chowdhury)।

Advertisement
নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু
হাইলাইটস
  • কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে তৈরি হল উচ্চপর্যায়ের কমিটি
  • যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা অধীর চৌধুরি

কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র ১২৫তম জন্মবার্ষিকী মহা সমারোহে পালন করতে চলেছে। তাই তৈরি করা হল এক উচ্চপর্যায়ের কমিটি। যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কংগ্রেস নেতা অধীর চৌধুরি (Adhir Chowdhury)। 

এই কমিটিতে রাজনীতি থেকে শিক্ষা, ক্রীড়া থেকে সংস্কৃতি- সব অংশের মানুষ রয়েছেন। ৮৫ সদস্যের কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ (Amit Shah,প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, মনমোহন সিংও রয়েছেন সেখানে। রয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন স্পিকার মনোহর যোশি, সুমিত্রা মহাজন, শিবরাজ পাটিল এবং মীরা কুমার। রয়েছেন নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু, রেণুকা মালাকার।

ওই কমিটিতে রয়েছেন ক্রীড়াবিদ সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সঙ্গীত পরিচালক এ আর রহমান, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী কাজল প্রমুখ।

পিআইবি এক বিবৃতিতে জানিয়েছিল, কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি উচ্চস্তরের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের ২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ১ বছর মেয়াদী উৎসব উদযাপনের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতেই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছে, ২০১৯ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে লালকেল্লায় নেতাজির নামে একটি সংগ্রহশালা উদ্বোধন করেন। কলকাতার ঐতিহাসিক সৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি স্থায়ী প্রদর্শনীর পাশাপাশি লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। ২০১৫ সালে কেন্দ্রীয় সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে একাধিক ফাইল প্রকাশ করে। ওই বছরই ৪ ডিসেম্বর প্রথম পর্যায়ে ৩৩টি ফল প্রকাশ করা হয়। পরের বছর অর্থাৎ ২০১৬ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত আরও ১০০ টি ফাইলের ডিজিটাল কপি প্রকাশ করেন। নেতাজি সুভাষচন্দ্র প্রকাশের জন্য সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছিলেন।

Advertisement

২০১৯ সালে আন্দামান সফরের সময়  প্রধানমন্ত্রী নেতাজির গঠিত অস্থায়ী আজাদ হিন্দ সরকারের প্রতি শ্রদ্ধা জানান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্দামান ও নিকোরবর দ্বীপপুঞ্জের প্রশাসনিক ক্ষমতা ছিল অস্থায়ী আজাদ হিন্দ সরকারের হাতে। সেই সফরের সময় নেতাজিকে শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী রস দ্বীপের নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ, নীল দ্বীপের নাম দেন শহীদ দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নামকরণ করা হয় স্বরাজ দ্বীপ হিসেবে।

Advertisement