scorecardresearch
 

সিঙাড়ার ভিতরে মিলল কন্ডোম, গুটকা; কীভাবে এল? তাজ্জব পুলিশ

সিঙারার মধ্যে মিলল কন্ডোম, গুটকা ও পাথর। পুণের পিম্পরি চিঞ্চওয়াড়ের একটি বড় অটোমোবাইস ফার্মের ঘটনা। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সোমবার একথা জানিয়েছেন পুণের এক পুলিশকর্তা।

Advertisement
samosa samosa
হাইলাইটস
  • সিঙ্গারার মধ্যে মিলল কন্ডোম, গুটকা ও পাথর
  • কীভাবে এল? তাজ্জব পুলিশ

সিঙারার মধ্যে মিলল কন্ডোম, গুটকা ও পাথর। পুণের পিম্পরি চিঞ্চওয়াড়ের একটি বড় অটোমোবাইস ফার্মের ঘটনা। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সোমবার একথা জানিয়েছেন পুণের এক পুলিশকর্তা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের মধ্যে ওই পার্মেরই ২ কর্মী রয়েছেন। তারাই ফার্মে সিঙারা সরবরাহ করত। এছাড়াও অন্য একটি ফার্মের তিনজন রয়েছেন। সেই তিনজনের বিরুদ্ধে আগেও পদক্ষেপ করেছিল ওই ফার্ম। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর জানা যায়, যে তিনজনকে আগে কাজ থেকে ছাড়ানো হয়েছিল তারাই বাকি ২ জনকে নিয়োগ করেছিল। যাকে সিঙ্গারার লাভের টাকা তারা পেতে পারে। তবে যাদের তরফে এখন সিঙারা দেওয়া হচ্ছিল, তাদের বিরুদ্ধেও মানহানির মামলা করা হবে। 

আরও পড়ুন

আরও জানা যায়, ক্যাটালিস্ট সার্ভিস সলিউশন প্রাইভেট লিমিটেড ক্যান্টিনে খাবার সরবরাহের জন্য দায়ী। ফার্মটি মনোহর এন্টারপ্রাইজ নামে আর একটি সাবকন্ট্রাক্টিং ফার্মকে সিঙারা সরবরাহ করার জন্য রাজি করায়। তবে শনিবার অটোমোবাইল ফার্মের কিছু কর্মচারীর সিঙারায় কনডম, গুটকা পাওয়া যায়। 

মনোহর এন্টারপ্রাইজের কর্মীদের এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে, ফিরোজ শেখ এবং ভিকি শেখ নামে পরিচিত দুই কর্মী সিঙ্গারায় কন্ডোম, গুটকা এবং পাথর ভরে রাখে। এই নিয়ে এক পুলিশকর্তা জানান,'আমরা IPC ধারা ৩২৮ এবং ১২০B-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করেছি। অভিযুক্ত দুইজন আমাদের জানিয়েছে, তারা এসআরএ এন্টারপ্রাইজের কর্মচারী। মনোহর এন্টারপ্রাইজে ভেজাল খাদ্য সরবরাহ করার জন্য তাদের পাঠানো হয়েছিল।' 

আরও জানা যায়, SRA এন্টারপ্রাইজ তাদের সরবরাহ করা স্ন্যাকসে একবার ব্যান্ডেজ পাওয়া গিয়েছিল। তখনই চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছিলরহিম শেখ, আজহার শেখ এবং মাজহার শেখকে।  পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তদন্ত চলছে।

Advertisement

Advertisement