কংগ্রেসের (Congress) 'ভারত জোড়ো যাত্রা'য় বিদ্যুৎস্পৃষ্ট ৪ কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেল্লারিতে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে বেল্লোরি থেকে শুরু হয় পদযাত্রা। সেই সময় কিছু কর্মী দলীয় পতাকা ও লোহার রড ধরে ছিলেন। তারই মাঝে বিদ্যুৎস্পৃষ্ট হন ৪ কর্মী। এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ঘটনাস্থলে উপস্থিত অ্যাম্বুল্যান্সের চিকিৎসকরা আহতদের প্রাথমিক চিকিৎসা করেন ও হাসপাতালে পাঠান।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। ৩,৭৫০ কিলোমিটার পথ অতিক্রম করে এই যাত্রা জম্মুকাশ্মীরের শ্রীনগরে পৌঁছবে। মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে ছুঁয়ে যাবে এই কর্মসূচি। ইতিমধ্যেই তামিলনাড়ু, কেরল, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে এই যাত্রা গিয়েছে। আগামী ৯ নভেম্বর মহারাষ্ট্রে প্রবেশ করবে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। সূতের খবর মহারাষ্ট্রে শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে ভারত জোড়ো যাত্রাকে স্বাগত জানাতে পারেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর যাত্রা শুরুর সময় উপস্থিত থাকতে দেখা গিয়েছিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা শীর্ষ ডিএমকে নেতা এমকে স্ট্যালিনকে।
ভারত জোড়ো যাত্রা মূলত জনগণের সঙ্গে যুক্ত বিষয়গুলির ওপর জোর দিয়েছেন কংগ্রেস। ইতিমধ্যেই বেকারত্ব, কৃষকদের ঋণমকুব এবং উন্নমানের শিক্ষার মত বিষয়গুলি তুলেছেন রাহুল গান্ধী। যেমন কর্ণাটকে রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রশ্ন তোলেন রাজ্যের মানুষ কন্নর ভাষায় কেন পরীক্ষা দিতে পারবেন না?
আরও পড়ুন - দীপাবলির আগে অবশ্যই করুন এই ৬ কাজ, মা লক্ষ্মীর কৃপা থাকবে বছরভর