scorecardresearch
 

Liquor Home Delivery : সুরাপ্রেমীদের জন্য সুখবর, দিল্লিতে মদের হোম ডেলিভারির অনুমতি

এর আগেও মদের হোম ডেলিভারির (Liquor Home Delivery) অনুমতি ছিল। তবে সেই সময় ই-মেল বা ফ্যাক্সের মাধ্যমে অর্ডার আসার পর হোম ডেলিভারি দেওয়া হত। কিন্তু এখন মোবাইল অ্যাপ বা অনলাইনে পোর্টালে অর্ডার করলে মিলবে মদ। যদিও হোম ডেলিভারির জন্য এখনই সমস্ত দোকানকে অনুমোদন দেওয়া হচ্ছে না। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজধানীতে মদের হোম ডেলিভারির অনুমতি
  • অর্ডার দিতে হবে অনলাইনে
  • এর আগে ছত্তীসগঢ়েও দেওয়া হয়েছে এই অনুমতি

দিল্লিতে (Delhi) শুরু মদের হোম ডেলিভারি। মোবাইল অ্যাপ বা অনলাইল পোর্টালের মাধ্যমে মদের হোম ডেলিভারির অনুমতি দিল দিল্লি সরকার। এর আগে ছত্তীসগঢ় সরকারও মদের হোম ডেলিভারির অনুমতি দিয়েছিল। এক্ষেত্রে সরকারের যুক্তি হল, এর ফলে করোনাকালে মদের দোকানের বাইরে ভিড় জমবে না। দিল্লির আবগারি (সংশোধিত) আইন ২০২১ অনুযায়ী এল-১৩ লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরাই বাড়িতে মদ পৌঁছে দেওয়ার অনুমতি পাবেন। নির্দেশে বলা হয়েছে, 'লাইসেন্সপ্রাপ্তরা কেবলমাত্র মোবাইল অ্যাপ বা অনলাইন ওয়েব পোর্টালের মাধ্যমে পাওয়া অর্ডারেরই ডেলিভারি দেবেন, এবং কোনও ছাত্রাবাস, অফিস ও ইনস্টিটিউশানে ডেলিভারি দেওয়া যাবে না।' 

প্রসঙ্গত এর আগেও মদের হোম ডেলিভারির (Liquor Home Delivery) অনুমতি ছিল। তবে সেই সময় ই-মেল বা ফ্যাক্সের মাধ্যমে অর্ডার আসার পর হোম ডেলিভারি দেওয়া হত। কিন্তু এখন মোবাইল অ্যাপ বা অনলাইনে পোর্টালে অর্ডার করলে মিলবে মদ। যদিও হোম ডেলিভারির জন্য এখনই সমস্ত দোকানকে অনুমোদন দেওয়া হচ্ছে না। 

মদের হোম ডেলিভারির বিষয়ে সরকারের চিন্তাভাবনা করা উচিত বলে গত বছরই মন্তব্য করেছিল সুপ্রিম কোর্ট। কারণ সেই সময় মদের দোকানের বাইরে ভিড়কে কেন্দ্র করে করোনা বিধি লঙ্ঘনের বহু চিত্র সামনে আসে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ আসতেই দিল্লিতে ফের বন্ধ করে দেওয়া হয় মদের দোকান। 

এরপর বিগত কিছুদিনে করোনার দাপট কিছুটা কমায় দিল্লিতে ফের আনলকের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু মদের দোকান খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই অবস্থায় মদের দোকান বন্ধ থাকার কারণে রাজস্বে যে ক্ষতি হচ্ছে তা সামাল দেওয়ার জন্যই সরকার হোম ডেলিভারির নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে। 

 

Advertisement
Advertisement