জেমস বন্ডের ফ্র্যাঞ্চাইসির সঙ্গে সাদৃশ্যপূর্ণ সিনেমার পোস্টারে নরেন্দ্র মোদীর ছবি! সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্টারের মিম শেয়ার করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
মিমটিতে লেখা আছে, "তারা আমাকে ০০৭ বলে। ০-উন্নয়ন, ০-অর্থনৈতিক বৃদ্ধি, ৭-আর্থিক অব্যবস্থা।"
এভাবেই কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতির সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
প্রসঙ্গত অর্থনৈতিক অনুন্নয়ন ও পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে তৃণমূলের সহসভাপতি যশবন্দ সিনহা শনিবার ট্যুইট করেন, "আমরা মৃত মানুষের দেশ। অন্য কোথাও মানুষ এমন অন্যায়ভাবে পেট্রল, ডিজেল এবং এলপিজির দাম বৃদ্ধি সহ্য করতে পারত না।"
অন্যদিকে গত সেপ্টেম্বরে এক সাংবাদিক সম্মেলনে, কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছিলেন যে, 'সাত বছরের অর্থনৈতিক অব্যবস্থার কারণে কেন্দ্রীয় সরকার গত 70 বছরে নির্মিত সম্পদগুলি নগদীকরণের দিকে পরিচালিত করেছে।'