Women Reservation Bill: মহিলা সংরক্ষণ বিল পেশ হল লোকসভায়। মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশন চলাকালীন এই বিল পেশ করা হয়। 'নারী শক্তি বন্দন অধিনিয়াম' নাম এই বিলের। এর মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। ডিলিমিটেশন নিয়মাবলীর প্রয়োগের পর এই আইন কার্যকর হতে পারে। এটি ২০২৬ সালের পর যে প্রথম আদমশুমারি হবে, তার ভিত্তিতে কার্যকর হবে।
বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নতুন সংসদ ভবনের লোকসভায় বিলটি পেশ করেন।
মহিলা সংরক্ষণ বিলের মূল নীতি:
এই বিলে ওবিসি ক্যাটাগরির মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষণের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
সরকার বলছে এই বিলটি রাজ্য এবং জাতীয় স্তরে নীতি-নির্ধারণের ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সাহায্য করবে। প্রস্তাবিত বিলটি প্রায় গত ২৭ বছর ধরে অমীমাংসিত অবস্থায় ছিল। এর আগে ২০১০ সালে এটি শেষবার রাজ্যসভায় উত্থাপিত করা হয়েছিল।
ডিলিমিটেশন কী?
ডিলিমিটেশনের আক্ষরিক অর্থ হল কোনও দেশ বা একটি নির্দিষ্ট প্রদেশের আঞ্চলিক নির্বাচনী এলাকার সীমা বা সীমানা নির্ধারণ করার কাজ বা প্রক্রিয়া। কেন্দ্রীয় সংস্থার তত্ত্বাবধানে নির্দিষ্ট সময় অন্তর এই প্রক্রিয়া পরিচালনা করা হয়। এর মাধ্যমে জনপ্রতিনিধিদের এলাকা, জনসংখ্যার সমবন্টন সুনিশ্চিত করা হয়।