scorecardresearch
 

Tamil Nadu Assembly Election 2021: 'করুণানিধই বিশ্বাস করতেন না স্ট্যালিনকে', আক্রমণ পালানিস্বামীর

ইপিএস বলেন করে, 'গত ৪ বছর ধরে আমি মুখ্যমন্ত্রী, কিন্তু কখনও কোনও আধিকারিককে হুমকি দিইনি। আর ক্ষমতায় না থেকেও আধিকারিকদের হুমকি দেন এমকে স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিন।'

Advertisement
ই পালানিস্বামী ই পালানিস্বামী
হাইলাইটস
  • তামিলনাডুতে জোরদার টক্কর
  • করুণানিধি ও স্ট্যালিনকে একযোগে আক্রমণ পালানিস্বামীর
  • জনতাকে মনে করালেন ইস্তাহারের কথা

'করুণানাধিই (M Karunanidhi) তাঁর ছেলে এমকে স্ট্যালিনকে (MK Stalin) বিশ্বাস করতেন না। মানুষ কীভাবে করবেন?' তিরুভন্নামালাইয়ে এক সভায় বক্তব্য রাখার সময় এভাবেই ডিএমকে  নেতা স্ট্যালিনকে কটাক্ষ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে-র কো-অর্ডিনেটর ই পালানিস্বামী (E Palanisamy)। ইপিএস বলেন করে, 'গত ৪ বছর ধরে আমি মুখ্যমন্ত্রী, কিন্তু কখনও কোনও আধিকারিককে হুমকি দিইনি। আর ক্ষমতায় না থেকেও আধিকারিকদের হুমকি দেন এমকে স্ট্যালিন ও তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিন।'

শুধু স্ট্যালিন নয়, করুণানিধিরও সমালোচনা করেন ইপিএস। তিনি বলেন, 'কয়েক দশক আগে ভি আর নেদুনচেজিয়ানকে ধোঁকা দিয়ে ডিএমকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছিলেন করুণানিধি।' পালানিস্বামী আরও বলেন, '১৯৬৯ সালে ডিএমকের প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল নেদুনচেজিয়ানের। কিন্তু শর্ট কার্টে মুখ্যমন্ত্রী হন করুণানিধি।' তবে তিনি সেই পথে হাঁটেননি বলেই দাবি পালানিস্বামীর। ২০১৭-য় এআইএডিএমকে-র বিধায়করা তাঁকে শীর্ষ পদে আনার পরেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে জানান ইপিএস। 

পালানিস্বামী বলেন, '২০০৬ থেকে ২০১১ সালে ডিএমকে-র শাসনকালে বিদ্যুৎ পরিষেবার দিক থেকে তামিলনাড়ুর মানুষ ব্যাপক সমস্যার মধ্যে ছিলেন। তবে বর্তমানে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত। ফলে এখানে শিল্পস্থাপন হচ্ছে। ২০১১ সালে আম্মা ক্ষমতায় আসার পরেই অবিরাম বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা হয়।' একইসঙ্গে নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলির কথা এদিন আরও একবার স্মরণ করিয়ে দেন পালানিস্বামী। প্রসঙ্গত করুণানিধি ও জয়ললিতার অবর্তমানে এবারই প্রথম নির্বাচনে মুখোমুখি হচ্ছে তামিলনাড়ুর এই দুই দল। 

 

Advertisement