scorecardresearch
 

Election Commission Seizure: ৪,৬৫০,০০০০০০০ টাকা এ যাবত্‍ বাজেয়াপ্ত কমিশনের, সর্বকালীন রেকর্ড

লোকসভা ভোট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। ১ জুন পর্যন্ত মোট সাত দফায় নির্বাচন চলবে দেশে। আর প্রথম দফার আগেই ৪ হাজার ৬৫০ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করে রেকর্ড গড়ল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, ১ মার্চ থেকে দৈনিক ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যা ৭৫ বছরের মধ্যে রেকর্ড।

Advertisement
নির্বাচন কমিশনের বৈঠক। ফাইল ছবি নির্বাচন কমিশনের বৈঠক। ফাইল ছবি
হাইলাইটস
  • লোকসভা ভোট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে।
  • ১ জুন পর্যন্ত মোট সাত দফায় নির্বাচন চলবে দেশে।

লোকসভা ভোট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। ১ জুন পর্যন্ত মোট সাত দফায় নির্বাচন চলবে দেশে। আর প্রথম দফার আগেই ৪ হাজার ৬৫০ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করে রেকর্ড গড়ল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, ১ মার্চ থেকে দৈনিক ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যা ৭৫ বছরের মধ্যে রেকর্ড।

নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্লাইং স্কোয়াড, পরিসংখ্যান নজরদারি দল, ভিডিও দেখার দল এবং সীমান্ত চেকপোস্টগুলিতে জোরদার কাজ চলছে। নগদ অর্থ, মদ, মাদক ও মাদকদ্রব্য যাতে পাচার না হয়, তার প্রতি কড়া নজর রাখা হয়েছে। লোকসভা ভোট হবে ৭ দফায়। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে, ১ জুন। ফলাফল জানা যাবে, ৪ জুন।

নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ‘মানি পাওয়ার’, ‘মাস্‌ল পাওয়ার’, ‘মিসইনফরমেশন’ এবং 'মডেল কোড অফ কডাক্ট লঙ্ঘন' বিরুদ্ধেই তাদের লড়াই এবারের নির্বাচনে। যা সবচেয়ে চ্যালেঞ্জিং। ভোটে ‘মানি পাওয়ার’ ও ‘মাস্‌ল পাওয়ার’ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ‘আর্থিক ক্ষমতাকে ভোটে ব‌্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা যাতে কোনওভাবেই না হয়, তার জন্য একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। 

আরও পড়ুন

উল্লেখ্য, ভোটের মুখে তল্লাশি চালিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত করা হচ্ছে নগদ, গয়না এবং মাদক। লোকসভা ভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে দেশ জুড়ে। রাজ্যগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সেই নজরদারি চালানোর সময় বিভিন্ন রাজ্য থেকে নগদ, গয়না বাজেয়াপ্ত করার মতো ঘটনা প্রকাশ্যে আসছে।

 

Advertisement