scorecardresearch
 

বিকট শব্দ কামরায়, লাইনচ্যুত কলকাতাগামী পুজো স্পেশাল ট্রেন

সিলৌত ও সিহো স্টেশনের মাঝামাঝি দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গোরক্ষপুর-কলকাতাগামী পুজো স্পেশাল ট্রেনে দুর্ঘটনা
  • সিলৌত ও সিহো স্টেশনের মাঝামাঝি দুটি কামরা লাইনচ্যু
  • কটি স্লিপার কোচ এবং একটি এসি কোচ বেলাইন হয়ে যায়

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল গোরক্ষপুর কলকাতা পুজো স্পেশাল ট্রেন।  মঙ্গলবার 
সিলৌত ও সিহো স্টেশনের মাঝামাঝি দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। একটি স্লিপার কোচ এবং একটি এসি কোচ বেলাইন হয়ে যায় এখনও পর্যন্ত এমনটাই জানা গিয়েছে। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ট্রেনটি মুজফফরপুর থেকে সমস্তিপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। সিলৌতের কাছে এসে আচমকা বিকট শব্দ হতে শুরু করে ট্রেনে। তবে তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে ট্রেনের গতি কমিয়ে দেন চালক। যার জেরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কলকাতাগামী পুজো স্পেশাল এই ট্রেন।

এই ঘটনার জেরে ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সমস্তিপুরে দুটি কোচ বদলে দেওয়া হয়েছে এবং ফের গন্তব্যর পথে যাত্রা শুরু করবে ট্রেনটি এমনটাই খবর। ঘটনাস্থলে পৌঁছেছে মেডিকেল টিম। চালু হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর। রেলের সূত্রে খবর এই ঘটনায় কোনও যাত্রী আঘাতপ্রাপ্ত হয়নি। 

হেল্পলাইন নম্বরগুলি হল- 

সমস্তিপুর- ০৬২৭৪-২৩২২২৭ মুজফফরপুর- ৮৩৪০৬৪৪৯৮৬
সোনপুর- ০৬১৫৮-২২১৬৪৫ এবং ০৬১৫৮-২৬২৯৬০
হাজিপুর- ০৬২২৪-২৭২২৩০
ঝাঝরা- ৭০৭০০৩৭৯১৯

Advertisement