হাথরসের ঘটনায় এবার গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিশ। শুক্রবার ৪০ জন গ্রামবাসীকে
জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বৃহস্পতিবারই তাঁদের নোটিস দিয়ে জিজ্ঞসাবাদের বিষয়ে জানিয়েছিল
পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই তদন্তের গতি বাড়িয়েছে সিট। সূত্রের খবর ঘটনার সময় বা তারপর সেই
স্থানে এবং অন্ত্যেষ্টিস্থলে কারা উপস্থিত ছিলেন সেবিষয়েও গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করছেন সিটের
সদস্যরা।
প্রতক্ষ্যদর্শীর বয়ান
এদিকে ঘটনায় সামনে এসেছে এক প্রত্যক্ষদর্শীর বয়ান। প্রত্যক্ষদর্শী তাঁর বয়ানে জানিয়েছেন যখন তিনি
ঘটনাস্থলে পৌঁছন তখন সেখানে তরুণী পড়ে ছিলেন। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন ঘটনায় এক
অভিযুক্ত সেসময় তরুণীকে জল এনে দেয়। অন্যদিকে ঘটনার কিছু পরের একটি ভিডিও ইতিমধ্যে
প্রকাশ্যে এসেছে। ভিডিওতে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকি ঘটনাস্থল থকে পুলিশ
জুতো সহ কিছু সামগ্রীও উদ্ধার করেছে বলে জানা গেছে।
নজরদারিতে সিসিটিভি
নির্যাতিতার পরিবারের নিরাপত্তাতেও বাড়তি গুরুত্ব দিয়েছে পুলিশ। নির্যাতিতার বাড়ির আশেপাশে নজর
রখা হচ্ছে সিসিটিভির মাধ্যমে। গ্রামের কোণায় কোণয়া মোতায়েন করা হয়েছে পুলিশ। এদিন নির্যাতিতার
পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশের ডিআইজি। পরে তিনি জানান নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে
পরিবার।