scorecardresearch
 

India Reaction on Global Hunger Index 2022 Score: 'ভুল ত্রুটিতে ভরা তথ্য', বিশ্ব ক্ষুধা সূচক নিয়ে প্রতিক্রিয়া কেন্দ্রের

India Reaction on GHI 2022 Rank: বিশ্ব ক্ষুধা সূচক ২০২২-এর রিপোর্টে শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে ভারত। এই রিপোর্টের তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকার। তাদের দাবি, ভুল সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমনকি, এও দাবি, জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সমস্ত প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • বিশ্ব ক্ষুধা সূচক ২০২২-এর রিপোর্টে শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে ভারত
  • এই রিপোর্টের তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকার

India Reaction on GHI 2022 Rank: বিশ্ব ক্ষুধা সূচক ২০২২-এর রিপোর্টে শোচনীয় অবস্থায় দাঁড়িয়ে ভারত। এই রিপোর্টের তীব্র আপত্তি জানিয়েছে কেন্দ্র সরকার। তাদের দাবি, ভুল সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমনকি, এও দাবি, জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের সমস্ত প্রচেষ্টাকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২২-এ ভারতের র‌্যাঙ্ক গত বছরের থেকেও তলানিতে নেমেছে। এবার ভারত বিশ্ব ক্ষুধা সূচকে ১০৭ তম স্থানে গিয়ে পৌঁছেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে শুধুমাত্র আফগানিস্তানের চেয়ে ভারতের র‌্যাঙ্কিং ভালো। এগিয়ে গেছে পড়শি পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এমনকি আর্থিক সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কাও।

হাঙ্গার ইনডেক্সের এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এ নিয়ে বিরোধী দলগুলির নেতারা সরকারকে কটাক্ষ করতে শুরু করে। হাঙ্গার ইনডেক্সে ভারতের চেয়ে এগিয়ে আছে পাকিস্তান ও নেপালের মতো দেশ। গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২১-এ ভারত ১১৬টি দেশের মধ্যে ১০১তম স্থানে ছিল। ভারতকে ৩১টি দেশের তালিকায় রাখা হয়েছিল যেখানে ক্ষুধার সমস্যাকে 'গুরুতর' বলে মনে করা হয়েছিল।

ভারত সরকার গ্লোবাল হাঙ্গার রিপোর্ট ২০২২-এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক একটি প্রেস নোট জারি করেছে। যেখানে বলা হয়েছে, গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের বার্ষিক প্রকাশিত ভুল তথ্য প্রকাশ পেয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও জানায় মন্ত্রক।

'সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে'
কেন্দ্র আরও সরকারের দাবি,  ‘চতুর্থ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক, অপুষ্টির অনুপাত গণনা করা হয়েছে জনমত সমীক্ষার ভিত্তিতে। যেখানে মাত্র ৩ হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। 'খাদ্য নিরাপত্তা' সহ একটি জাতি হিসাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করার নিরন্তর প্রচেষ্টা চলছে। আয়ারল্যান্ড এবং জার্মানির এনজিও দ্বারা প্রকাশিত গ্লোবাল হাঙ্গার রিপোর্ট ভারতকে ১২১ টি দেশের মধ্যে ১০৭ তম স্থানে রেখেছে। ক্ষুধা সূচক ভুলভাবে পরিমাপ করা হয়েছে।

Advertisement

রিপোর্ট তৈরির আগে সঠিকভাবে কাজ করেনি
ফুড ইনসিকিউরিটি এক্সপেরিয়েন্স স্কেল (এফআইইএস) এর মাধ্যমে 'ভারতের আকারের একটি দেশের' জন্য একটি ছোট নমুনা থেকে সংগৃহীত ডেটা ভারতের জন্য PoU মান গণনা করার জন্য ব্যবহার করা হয়েছে যা শুধু ভুল নয়, অনৈতিকও। প্রতিবেদন প্রকাশের আগে সংস্থাগুলি স্পষ্টতই সঠিকভাবে কাজ করেনি।

বিরোধীরা সরকারকে টার্গেট করেছে, প্রশ্ন করেছে
গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের অবস্থান দক্ষিণ এশিয়া অঞ্চলে আফগানিস্তানের পর সবচেয়ে খারাপ অবস্থানে দাঁড়িয়ে। তা প্রকাশ্যে আসতেই বিরোধীদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হয় কেন্দ্র সরকারকে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সরকারকে নিশানা করেছেন। তিনি প্রশ্ন করেন, "২০১৪ থেকে গত ৮ বছরে মোদী সরকারের শাসনকালে আমাদের অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছে। এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়ার সময় মোদী সরকারের কবে হবে?"

Advertisement