scorecardresearch
 

Aamir Khan : 'আমির খানদের জন্যই জনসংখ্যা বাড়ছে,' বিতর্কে BJP সাংসদ

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মান্ডসৌরের BJP সাংসদ সুধীর গুপ্তার।

Advertisement
আমির খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের আমির খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের
হাইলাইটস
  • আমির খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মান্ডসৌরের BJP সাংসদ সুধীর গুপ্তা
  • ভারতে জনসংখ্যা বৃদ্ধির জন্য আমির খানের মতো লেকজনই দায়ী, মন্তব্য BJP সাংসদের

দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা নিয়ে কথা বলতে গিয়ে বলিউড অভিনেতা আমির খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মান্ডসৌরের BJP সাংসদ সুধীর গুপ্তা। তাঁর কথায়, 'দেশে এইভাবে জনসংখ্যা বৃ্দ্ধির জন্য দায়ী আমির খানের মতো তারকা।' 

কেন আমির খানকে দোষারোপ করলেন তিনি? সুধীর গুপ্তার কথায়, 'আমিরের প্রথম পক্ষের স্ত্রী'র ২ সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রী'রও একজন সন্তান। তবে সে সব নিয়ে আমি মোটেও চিন্তিত নন। বরং এখন তিনি আবার তৃতীয় স্ত্রীর খোঁজ শুরু করেছেন৷' 

তারপরই মান্ডসৌরের BJP সাংসদের সংযোজন, 'এতে বিশ্বের কাছে ভারতের কি ভাবমূর্তি পৌঁছাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যের যে আমির খানের মতো ব্যক্তিত্ব দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী।' 

আরও পড়ুন : এবার শুভেন্দুর দেহরক্ষীর মৃত্যুর তদন্ত করবে CID

গতকাল ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। আর এই বিশেষ দিন নতুন জনসংখ্যা নীতির খসড়া প্রকাশ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই আমির খানের প্রসঙ্গ উত্থাপন করেন সুধীর গুপ্তা। 

দেশের জনসংখ্যা নিয়ে চিন্তা ব্যক্ত করে তিনি বলেন, 'কোনও না কোনওদিন দেশের জনসংখ্যা নিয়ে আমাদের ভাবতেই হবে। সেই সময় ক্রমশ এগিয়ে আসছে। ভারতের বসবাসযোগ্য জায়গার পরিমাণ বাড়ছে না। অথচ জনসংখ্যা প্রায় ১৪০ কোটি। এটা আনন্দের বিষয় তা কোনওভাবেই বলা যাবে না। বরং সবাইকে ভাবতে হবে।' 


 

Advertisement