মদের আসরে মাত্র ১০০ টাকা নিয়ে বচসার জেরে খুন হয়েছিলেন ভ্যান চালক সঞ্জয়। পুলিশি তদন্তে উঠে এল এমনই তথ্য। ঘটনায় তিন অভিযুক্তকে এলাকা থেকে গ্রেফতার করেছে জোড়াসাঁকো থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই খুনের কিনারা হয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, ফুটেজ দেখে চিহ্নিত করা যায় অভিযুক্তদের। সঞ্জয়কে খুনের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা থেকে গ্রেফতার করা হয় হারু কর্মকার, মহাম্মদ সামির এবং ফিরোজ খান নামে তিন অভিযুক্তকে। ধৃতদের আজ সোমবার আদালতে পেশ করবে পুলিশ।
আরও পড়ুন : স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক বানচাল, উত্তরপ্রদেশে ধৃত ২ আলকায়দা জঙ্গি
জোড়াসাঁকো থানা এলাকার বলাই দত্ত লেন এবং জাকারিয়া স্ট্রিটের সংযোগস্থলে একটি গলির মধ্যে থেকে উদ্ধার হয় মধ্য বয়স্ক এক ব্যক্তির মৃতদেহ। তদন্তে নেমে জানা যায়, মৃত ব্যক্তির নাম সঞ্জয়, পেশায় ভ্যানচালক। মৃতদেহ পরীক্ষা করে দেখা যায়, তাঁর গলায় এবং আঙুলে কাটা দাগ রয়েছে। এছাড়াও তাঁর মাথায় এবং কপালে আঘাতের চিহ্ন স্পষ্ট। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে জোড়াসাঁকো থানা।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে যেখান থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার ঠিক পাশেই গলির মুখে পাওয়া যায় একটি CCTV ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সহজেই কিনারা হয় এই খুনের তদন্তের। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় আগের রাত্রে ভ্যানচালক সঞ্জয়ের সঙ্গে আরও তিনজন বসে মদ্যপান করেছিল। সেই আসরেই তীব্র বচসা হয়। সিসিটিভি ফুটেজ থেকেই শনাক্ত করা যায় অভিযুক্তদের। এরপর অভিযান চালিয়ে জোড়াসাঁকো থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।