scorecardresearch
 

''কেউ গুলি চালাবে না,'' সেনার আশ্বাসে আত্মসমর্পণ কাশ্মীরের জঙ্গির, ভিডিও ভাইরাল

কাশ্মীরের বুদগ্রামে স্থানীয় একটি ফলের বাগান। চারিদিকে ঘিরে বসে রয়েছেন ভারতীয় সেনা। ভেতর তখন এক আটকে রয়েছে সদ্য হাতে রাইফলে তুলে নেওয়া এক কাশ্মীরি যুবক। এর কিছুক্ষণের মধ্যে এক আর্মি অফিসার বলে ওঠে, ''কেউ গুলি চালাবেন না, জাহাঙ্গির তুমি এগিয়ে আসো।'' খালি গায়ে দুই হাত তুলে সেনার দিকে এগিয়ে আসে ওই যুবক। সামনে আসতেই তাকে জল খাওয়ানো হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কাশ্মীরের বাসিন্দার প্রতি সেনার এই মানবিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

Advertisement
কাশ্মীরের জঙ্গির আত্মসমর্পণের ভিডিও। ছবি-স্ক্রিনশট ভারতীয় সেনার ভিডিও থেকে/টুইটার কাশ্মীরের জঙ্গির আত্মসমর্পণের ভিডিও। ছবি-স্ক্রিনশট ভারতীয় সেনার ভিডিও থেকে/টুইটার
হাইলাইটস
  • জঙ্গির আত্মসমর্পণের ভিডিও ভাইরাল
  • কাশ্মীরের বুদগ্রামের ঘটনা
  • ২ দিন ধরে নিখোঁজ ছিল সে

কাশ্মীরের বুদগ্রামে স্থানীয় একটি ফলের বাগান। চারিদিকে ঘিরে বসে রয়েছেন ভারতীয় সেনা। ভেতর তখন এক আটকে রয়েছে সদ্য হাতে রাইফলে তুলে নেওয়া এক কাশ্মীরি যুবক। এর কিছুক্ষণের মধ্যে এক আর্মি অফিসার বলে ওঠে, ''কেউ গুলি চালাবেন না, জাহাঙ্গির তুমি এগিয়ে আসো।'' খালি গায়ে দুই হাত তুলে সেনার দিকে এগিয়ে আসে ওই যুবক। সামনে আসতেই তাকে জল খাওয়ানো হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কাশ্মীরের বাসিন্দার প্রতি সেনার এই মানবিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

জানা গিয়েছে, ওই যুবকের নাম জাহাঙ্গির ভাট। কয়েকদিন আগে কাশ্মীরের স্পেশাল গ্রুপের এক পুলিশ দুটি একে৪৭-সহ নিখোঁজ হয়ে যায়। পুলিশ জানতে পারে, ঠিক ওই দিন থেকেই নিখোঁজ রয়েছে জাহাঙ্গিরও। তার গতিবিধিও সন্দেহজনক ছিল। পরে গোপন সূত্রে খবর পায়, স্থানীয় একটি ফলের বাগানে আত্মগোপন করে রয়েছে জাহাঙ্গি। তার হাতে একটি রাইফেলও রয়েছে। মুহূর্তের মধ্যে সেই ফলের বাগান ঘিরে ফেলে সেনা।

পরিবারের হাতে তুলে দেওয়া হল তাকে

সেইসময়ের একটি ভিডিও ভাইরাল হয়। এক আর্মি অফিসার চিৎকার দিয়ে জাহাঙ্গিরকে আত্মসমর্পণ করতে বলে। প্রথমে সাড়া না দিলেও, পরে রাইফেল ফেলে আত্মসমর্পণ করে সে। নিরাপত্তা বাহিনীর ওই অফিসার আশ্বাস দেন, জাহাঙ্গিরের কিছু হবে না। সেই মতো পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের লোকেরাও সেনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসঙ্গে সেনার লোকেরাও সাবধান করে দেয় পরিবারকে। ভবিষ্যতে যেন ছেলে ফের জঙ্গি দলে গিয়ে আবার নাম না লেখায়।

Advertisement

Advertisement