LPG Price Hike: ফের ধাক্কা মধ্যবিত্তের হেঁশেলে। জিনিসের দাম বেড়ে যাওয়া আবারও বিপাকে ফেলেছে সাধারণ মানুষকে। ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে। সেগুলোর দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বাড়ানো হয়েছে। ফলে মানুষের সমস্যা আরও বাড়ল, সন্দেহ নেই।
এখন দিল্লিতে ডমেস্টিক এলপিজি সিলিন্ডার ১০৫৩ টাকায় পাওয়া যাবে। ১৪.২ কেজি সিলিন্ডারের পাশাপাশি বেড়েছে ৫ কেজির ছোট ঘরোয়া সিলিন্ডারের দামও। এর দাম সিলিন্ডার প্রতি ১৮ টাকা বেড়েছে।
অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর দাম সিলিন্ডার প্রতি সাড়ে ৮ টাকা কমানো হয়েছে। তবে, এই স্বস্তি খুব বেশি নয়।
জানিয়ে রাখা যাক, এর আগে মে মাসে ঘরোয়া সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তখন প্রতি সিলিন্ডারের দাম উঠেছিল ৯৯৯ টাকা।
আপনার শহরে ডমেস্টিক সিলিন্ডারের রেট জানুন (সব দাম টাকায়)
দিল্লি: ১০৫৩
মুম্বই: ১০৫৩
কলকাতা: ১০৭৯
চেন্নাই: ১০৬৯
লখনউ: ১০৯১
জয়পুর: ১০৫৭
পাটনা: ১১৪৩
ইন্দোর: ১০৮১
আহমেদাবাদ: ১০৬০
পুনে: ১০৫৬
গোরখপুর: ১০৬২
ভোপাল: ১০৫৯
আগ্রা: ১০৬৬
Domestic 14.2 kg LPG cylinder's prices increased by Rs 50/cylinder with effect from today. Domestic LPG cylinder will now cost Rs 1053 in Delhi. 5kg domestic cylinder price increase by Rs 18/cylinder. 19kg commercial cylinder prices decreased by Rs 8.50.
— ANI (@ANI) July 6, 2022
অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছে। এর দাম সিলিন্ডার প্রতি ৮.৫০ টাকা কমানো হয়েছে। তবে এই স্বস্তি খুব বেশি নয়।
আরও পড়ুন: প্রেগন্যান্সিতে এই লক্ষণগুলো মোটেই অবহেলা নয়, মা-শিশুর ক্ষতি হতে পারে
আরও পড়ুন: আখরোটের চাটনি-গোস্তাবা, শহরে খাস কাশ্মিরী খানার দাওয়াত শালওয়ালাদের
আরও পড়ুন: আপনার পার্টনারের এই ৬ জিনিস খেয়াল করুন, আসল জিনিস জানতে পারবেন
কিছু দিন আগে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৯৮ টাকা কমানো হয়েছিল, যা একটি বড় স্বস্তি ছিল। সেই সিদ্ধান্তের পরে, রাজধানী দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২০২১ টাকা হয়ে গিয়েছিল। কিন্তু এখন ৮.৫০ টাকা কমিয়ে দাম ২০১২ টাকার কাছাকাছি আসবে।
মে মাসে সিলিন্ডারের দাম দুবার বেড়েছে
মে মাসের শুরুর দিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৩৫ টাকা কমানো হয়েছিল। সেইসঙ্গে মে মাসে দেশীয় এলপিজি সিলিন্ডারের দাম দু'বার বাড়ানো হয়। প্রথমত, ০৭ মে, ডমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল।
এরপর ১৯ মে আবার দাম বাড়ানো হয়। সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার পর মানুষ এলপিজি সিলিন্ডারের দামে স্বস্তির আশা করছিলেন।