scorecardresearch
 

মোদীকে হুঁশিয়ারি মমতার, 'দেশজুড়ে ঝড়, খেলা হবে'

পশ্চিমবঙ্গের একুশের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল 'খেলা হবে'। এই স্লোগানই মোদী বিরোধী সুর বাঁধতে মমতাকে সাহায্য করেছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার সেই 'খেলা হবে' স্লোগানকেই ২৪-এর লোকসভা ভোটের জন্য ব্যবহারের কৌশল নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মমতা ও মোদী মমতা ও মোদী
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গের একুশের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল 'খেলা হবে
  • ই স্লোগানই মোদী বিরোধী সুর বাঁধতে মমতাকে সাহায্য করেছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের
  • এবার সেই 'খেলা হবে' স্লোগানকেই ২৪-এর লোকসভা ভোটের জন্য ব্যবহারের কৌশল নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের একুশের নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল 'খেলা হবে'। এই স্লোগানই মোদী বিরোধী সুর বাঁধতে মমতাকে সাহায্য করেছিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার সেই 'খেলা হবে' স্লোগানকেই ২৪-এর লোকসভা ভোটের জন্য ব্যবহারের কৌশল নিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আত্মবিশ্বাসের সুরে জানান, লোকসভা নির্বাচনে আগে দেশজুড়ে 'খেলা হবে'। কেন একথা বললেন? তার কারণও জানিয়েছেন মমতা। বলেন, 'BJP বিরোধী সব দলের সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। জগন, নবীনবাবু, স্ট্যালিন, উদ্ধব, চন্দ্রবাবু, হেমন্ত সোরেন, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক।' রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বক্তব্যের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চেয়েছেন, তিনি জোটের জন্য উঠে পড়ে লেগেছেন। আঞ্চলিক শক্তিগুলি বিধানসভা ভোটের স্বার্থে একে অপরের সঙ্গে সংঘাতপূর্ণ আবহ বজায় রাখলেও দেশে সরকার গঠনের জন্য তিনি সবাইকে এক ছাতার তলায় আনতে আগ্রহী। 

আরও পড়ুন : 'BJP-কে হারাতে একজোট হতে হবে,' সনিয়ার সঙ্গে বৈঠক শেষে বললেন মমতা

নাম না করে নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন. 'দেশজুড়ে রাজনৈতিক ঝড় উঠলে, তাকে দমানোর ক্ষমতা কারও নেই।' 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জোট করতে পারবেন কি না তা অনেকাংশে নির্ভর করছে ২০২২ সালের উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফলাফলে। সেই কথা স্বীকার করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপি-কে রুখতে হবে। সেই বিষয়ে ভাবতেই হবে সেখানকার রাজনৈতিক দলগুলিকে।' 

প্রসঙ্গত, 'খেলা হবে' পৌঁছে গিয়েছে সংসদের অলিন্দেও। তৃণমূল সাংসদরা পেগাসাস ইস্যুতে সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ করার সময় স্লোগান '‌খেলা হবে' স্লোগান দেন। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন BJP নেতারা।  
  

Advertisement

Advertisement