মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাইকোর্ট। সেই নির্দেশ খারিজ করে দিল আদালতই। হাইকোর্ট জানাল, এই সিদ্ধান্ত রাজ্যে জাতিগত অস্থিরতা বাড়াতে পারে। এখনও পর্যন্ত রাজ্যে গোষ্ঠী হিংসায় ২০০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে।
বলে রাখি, ২০২৩ সালের ২৭ মার্চ মেইতেই সম্প্রদায়কে তপশিলি উপজাতির সংরক্ষণ তালিকায় আনার কথা বিবেচনা করার নির্দেশ দিয়েছিল মণিপুর হাইকোর্ট। ওই নির্দেশের পর মে মাস থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অশান্তি। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে দাখিল হয় রিভিউ পিটিশন। তারই শুনানিতে আগের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্ট।
সবিস্তারে আসছে...