scorecardresearch
 

Central Cabinet Expansion : কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল-সম্প্রসারণ, কেমন হবে মোদীর নয়া টিম?

সূত্রের খবর নরেন্দ্র মোদীর নয়া টিমে শিক্ষাগত যোগ্যতার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৭ জন পিএইচডি, ৩ জন এমবিএ, ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন ইঞ্জিনিয়ার, ৭ জন সিভিল সারভেন্ট এবং ৬৮ জন স্নাতক ডিগ্রিধারী স্থান পেতে পারেন। এছাড়াও মন্ত্রিসভায় পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্বেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

Advertisement
নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • আজই শপথ নিতে পারেন নতুন মন্ত্রীরা
  • নয়া মন্ত্রিসভায় শিক্ষাগত যোগ্যতায় গুরুত্ব
  • মহিলদের প্রতিনিধিত্বে বিশেষ জোর

আজই হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসবার রদবদল। সন্ধ্যাতেই শপথ নেওয়ার কথা মন্ত্রিদের। নরেন্দ্র মোদীর নতুন মন্ত্রিসভায় থাকতে পারে বেশকিছু নয় মুখ। সেখানে স্থান পেতে পারেন বাংলার প্রতিনিধিরাও। আবার পদোন্নতিও হতে পারে কয়েকজন মন্ত্রীর। সেক্ষেত্রে কেমন হতে পারেন মোদীর নয়া মন্ত্রিসভা? 

শিক্ষাগত যোগ্যতার জোর

সূত্রের খবর নরেন্দ্র মোদীর নয়া টিমে শিক্ষাগত যোগ্যতার ওপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ৭ জন পিএইচডি, ৩ জন এমবিএ, ১৩ জন আইনজীবী, ৬ জন চিকিৎসক, ৫ জন ইঞ্জিনিয়ার, ৭ জন সিভিল সারভেন্ট এবং ৬৮ জন স্নাতক ডিগ্রিধারী স্থান পেতে পারেন। এছাড়াও মন্ত্রিসভায় পিছিয়ে পড়া শ্রেণির প্রতিনিধিত্বেও বিশেষ জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় যাদব, কুর্মি, জাট, দর্জি, কোলি এবং ভোক্কালিগাস সহ মোট ১৯টি পিছিয়ে পড়া শ্রেণির ২৭ জন ওবিসি মন্ত্রী জায়গা পাবেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে আবার ৫ জনকে দেওয়া হবে পূর্ণমন্ত্রীর পদ। 

এছাড়া ৭টি তফসিল উপজাতির মোট ৮ জন স্থান পেতে পারেন মন্ত্রিসভায়। পাশাপাশি দেশের বিভিন্ন সংখ্যালঘু সস্প্রদায় থেকেও ৫ জন পেতে পারেন মন্ত্রীত্ব। অন্যদিকে ব্রাহ্মণ, ভূমিহার, কায়স্থ, ক্ষত্রিয়, লিঙ্গায়ত, পটেল, মারাঠা এবং রেড্ডি সম্প্রদায়ের মধ্যে থেকেও ২৯ জন মন্ত্রী জায়গা পেতে পারেন মোদীর টিমে। 

মহিলাদের গুরুত্ব

মন্ত্রিসভার রদবদলে গুরুত্ব পাচ্ছেন মহিলারাও। মোদীর নয়া মন্ত্রিসভায় স্থান পেতে পারেন ১১ জন মহিলা মন্ত্রী। তাঁদের মধ্যে ২ জন পেতে পারেন পূর্ণমন্ত্রীর মর্যাদা। পাশাপাশি যুব সম্প্রদায়ের ওপরেও জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেক্ষত্রে নয়া মন্ত্রিসভায় ১৪ জন এমন মন্ত্রী থাকতে পারেন যাঁদের বয়স ৫০-এর নিচে। তাঁদের মধ্যে ৬ জন হতে পারেন ক্যাবিনেট মন্ত্রী। পাশাপাশি রদবদলের পর মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স ৫৮ বছর হবে বলে জানা যাচ্ছে। 

Advertisement

এবারের মন্ত্রিসভায় জায়গা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতাকেও বিচার করে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। নতুন মন্ত্রিসভায় এমন ৪৬ জন মন্ত্রি থাকতে পারেন যাঁরা আগে রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে কাজ করেছেন। ২৩ জন এমন থাকতে পারেন যাঁরা ৩ বা তারও বেশিবার সাংসদ হয়েছেন। মন্ত্রিসভায় থাকতে পারেন প্রাক্তন ৪ মুখ্যমন্ত্রীও। এই মন্ত্রিসভায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ২৫টি জায়গার সাংসদরা থাকতে পারেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে ৫ জন আবার উত্তরপূর্বের। সেক্ষেত্রে এখন দেখার শেষপর্যন্ত কারা হলেন মোদীর নয়া টিমের সদস্য। 

 

Advertisement