'পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তি আমাদের বেশি সুযোগ দিয়েছে। কিন্তু মানবতাকে বাঁচাতে গেলে আমাদের সূর্যের সঙ্গে চলতে হবে'। গ্লাসগোতে নিজের ভাষণে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, 'বিশ্বের এখন এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড দরকার।' মোদী আরও বলেন, 'জীবাশ্ম জ্বালানির ব্যবহার কিছু দেশকে অবশ্যই সমৃদ্ধ করেছে, তবে এটি বিশ্ব ও পরিবেশকে খারাপ করে দিয়েছে।'
প্রধানমন্ত্রী বলেন, 'সৌরশক্তি(Solar Power) সম্পূর্ণ পরিচ্ছন্ন ও টেকসই। কিন্তু এই শক্তি শুধুমাত্র দিনে পাওয়া যায় এবং সেটিও ঋতুর উপর নির্ভর করে। এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড এই সমস্যার সমাধান। বিশ্বব্যাপী গ্রিডের মাধ্যমে, স্বচ্ছ শক্তি যে কোনও জায়গায় এবং যে কোনও সময় পাঠানো যেতে পারে।'
এক সূর্য এক বিশ্বকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদী বলেন যে, 'এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড শুধুমাত্র স্টোরেজ প্রয়োজনীয়তাই কমিয়ে দেবে এমন না, সৌর প্রকল্পগুলির কার্যকারিতাও বাড়িয়ে তুলবে। তাছাড়া এই সৃজনশীল উদ্যোগটি অনেক দেশ ও অঞ্চলের মধ্যে সহযোগিতার একটি নয়া পথও খুলে দেবে।'
মোদীর আশা, 'এক সূর্য, এক বিশ্ব এবং এক গ্রিড (One sun one world one grid) এবং গ্রিন গ্রিড উদ্যোগের মধ্যে সহযোগিতার মাধ্যমে একটি বিশ্বব্যাপী গ্রিড প্রস্তুত করা যাবে।