scorecardresearch
 

PM Modi In Bangladesh : 'বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমিও গ্রেফতার হয়েছিলাম', বললেন মোদী

Bangladesh Independence Day : বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষ্যে বিশেষ আমন্ত্রণে সেদেশে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকালে দীর্ঘ লকডাউনের পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। বাংলাদেশে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে ব্রাজিলে শেষ বিদেশ সফর করেছিলেন প্রধানমন্ত্রী। 

Advertisement
নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • লকডাউনের পর প্রথম প্রথম বিদেশ সফর মোদী
  • মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশে প্রধানমন্ত্রী
  • অংশ নেবেন বেশকিছু অনুষ্ঠানে

 

ইন্দিরা গান্ধীর প্রশংসা করলেন নরেন্দ্র মোদী। প্রণব মুখোপাধ্যায়ের কথা মোদীর মুখে।

শেখ মুজিবুর রহমানকে শান্তি সম্মান প্রদান, ভারত-বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত হল। বললেন মোদী।

বাংলাদেশের আন্দোলন আমার জীবনেও বিশেষ। আমি সেই সময়ে গ্রেফতারি বরণ করেছিলাম। বললেন মোদী।

বাংলাদেশের বিশিষ্ট ক্রিড়াবিদদের সঙ্গে দেখা করলেন মোদী।

 

 

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর উপলক্ষ্যে বিশেষ আমন্ত্রণে সেদেশে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনাকালে দীর্ঘ লকডাউনের পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। বাংলাদেশে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে ব্রাজিলে শেষ বিদেশ সফর করেছিলেন প্রধানমন্ত্রী।  


বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা ছিল ভারতের। সেই সময় মুক্তিবাহিনীর পাশে দাঁড়িয়েছিল ভারত সরকার। পরবর্তী সময় বাংলাদেশের সঙ্গে বরাবরই বন্ধুত্বের সম্পর্ক থেকেছে ভারতের। সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বর্ষ উপলক্ষ্যই বিশেষ অতিথি হয়ে সেদেশে গেলেন প্রধানমন্ত্রী। এই সফরে মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতার জন্মস্থানেও যাওয়ার কথা রয়েছে মোদীর।

সেজে উঠেছে ঢাকা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বর্ষ উপলক্ষে বাংলাদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেজে উঠেছে ঢাকা। 

ঢাকায় নরেন্দ্র মোদীকে দেওয়া হল গার্ড অফ অনার

ঢাকায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীর ছবি শেয়ার করলো পিএমও

Advertisement