দেশে ক্রমশই বেড়ে চলেছে করোনা (Corona) সংক্রমণ। একই অবস্থা বঙ্গেও। রাজ্য সরকারের বৃহস্পতিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণ একলাফে বেড়েছে অনেকটাই। বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। বুধবার যে সংখ্যাটা ছিল ৪৬২। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮২ হাজার ৩৮১। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা যেখানে ২ ছিল, বৃহস্পতিবার তা বেড়ে হয় ৪। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০ হাজার ৩১৬। তবে দৈনিক সুস্থের সংখ্যাটাও বেড়েছে। বুধবার যেখানে দৈনিক সুস্থতার পরিমান ছিল ৩৩৪, সেখানে বৃহস্পতিবার সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ৩৪৪-এ। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৬৮ হাজার ১১৫। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৭.৫৫ শতাংশ। পাশাপাশি বুলেটিন অনুযায়ী বর্তমানে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর (Active Corona Case) সংখ্যা ৩ হাজার ৯৫০।
অন্যদিকে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তর সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সেরাজ্যে নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৫২। এর মধ্যে শুধু মুম্বইতেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৫০৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪ জনের। গোটা রাজ্যে একদিনে মৃত্যুর সংখ্যা ১১১। পাশাপাশি করোনাকে জয় করেছেন আরও ২০ হাজার ৪৪৪ জন।
চিন্তা বাড়াচ্ছে রাজধানী দিল্লিও। রাজধানীতে দৈনিক করোনা রোগীর আক্রান্তের সংখ্যা ১,৫১৫। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৫২ হাজার ৭৪২। পাশাপাশি সুস্থ হয়েছেন আরও ৯০৩ জন। ফলে সুস্থের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৩৬ হাজার ২৬৭। তবে চিন্তায় রাখছে অ্যাকটিভ রোগর সংখ্যা, যা দৈনিক হিসেবে ৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী সেখানে বর্তমানে অ্যাকটিভ রোগার সংখ্যা ৫,৪৯৭ জন। গত ৩১ ডিসেম্বরের পর দিল্লিতে অ্যআকটিভ রোগীর সংখ্যা এটাই সবচেয়ে বেশি।