সেই দিনটা ছিল ৩ অক্টোবর ২০০৮। আর আজ ১৯ নভেম্বর ২০২১। মাঝের সময়টা ১৩ বছরের কিছুটা বেশি। কিন্তু মাঝের এই এক যুগেরও বেশি সময়ে, কৃষক আন্দোলনের তেজ যে একটুও বদলায়নি তা আবারও প্রমাণ হয়ে গেল। হুগলির সিঙ্গুড়ে অনিচ্ছুক কৃষকদের আন্দোলনের জেরে ২০০৮ সালে একসময় পিছু হঠতে বাধ্য হয়েছিল পশ্চিমবঙ্গের তৎকালীন বাম সরকার। যার ফলস্বরূপ ন্যানো কারখানাকে সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাতের সানন্দে নিয়ে গিয়েছিল টাটা গোষ্ঠী। আর লাগাতার কৃষক আন্দোলনের জেরে এদিন ৩ কৃষি আইন প্রত্যাহারের (Farmers Law Withdraw) সিদ্ধান্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইদিক থেকে দেখতে গেলে শুক্রবারের ঘটনা সেদিনের সেই সিঙ্গুরের স্মৃতিকেই ফের একবার উস্কে দিল বলে মনে করছে রাজনৈতিকমহল।
প্রধানমন্ত্রী যা বললেন...
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, 'আমি আজ গোটা দেশকে জানাচ্ছি যে ৩ কৃষি বিল ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই মাসের ৩ কৃষি বিল ফিরিয়ে নেওয়ার সাংবিধানিক প্রক্রিয়া শুরু হবে।' তিনি আরও বলেন, 'ছোট কৃষকদের কল্যাণের জন্যই এই আইন আনা হয়েছিল, কিন্তু আমরা অনেক চেষ্টা করেও কিছু কৃষককে বোঝাতে পারিনি।' এদিন দেশবাসীর কাছে ক্ষমাও চান প্রধানমন্ত্রী। মোদী বলেন, 'আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বলছি আমাদের তপস্যাতে হয়তো কোনও খামতি ছিল, তাই কিছু কৃষককে আমরা বোঝাতে পারিনি।'
বিরোধীদের প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর শোরগোল পড়ে যায় গোটা দেশের রাজনীতিতে। দীর্ঘ লড়াইতে জয়ের জন্য কৃষকদের অভিনন্দন জানানোর পাশাপাশি বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের আরও একবার সমালোচনা করে কংগ্রেস-তৃণমূল সহ বিরোধী দলগুলি। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ট্যুইট করেন, 'দেশের অন্নদাতারা সত্যাগ্রহের মাধ্যমে অহঙ্কারের মাথা নুইয়ে দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন।' পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিক্রিয়া, 'যাঁরা নিরলশভাবে লড়াই করেছেন এবং কেন্দ্রের বিজেপি সরকারের অনড় মনোভাবের পরেও বিভ্রান্ত হননি, সেই প্রত্যেক কৃষককে আমার অভিনন্দন। এটা আপনাদের জয়। এই লড়াইয়ে যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা।'