scorecardresearch
 

"এনডিএকে ভোট দিন", বিহারবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

বিহারের বিধানসভা নির্বাচনের (Bihar Election 2020) প্রচারের শেষ দিনে রাজ্য়বাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra ModiI)। বৃহস্পতিবার বিহারবাসীর উদ্দেশ্যে এক ৪ পাতার খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী। চিঠিতে বিহারের মানুষকে এনডিএতে (NDA)ভোট দেওয়ার আবেদন জানান নরেন্দ্র মোদী। বিহারের উন্নয়নের জন্য তিনি অঙ্গীকারবদ্ধ বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

Advertisement
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী
হাইলাইটস
  • বিহারের মানুষকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর
  • এনডিএকে ভোটের আবেদন
  • বিহারের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ: মোদী

বিহারের বিধানসভা নির্বাচনের (Bihar Election 2020) প্রচারের শেষ দিনে রাজ্য়বাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra ModiI)। বৃহস্পতিবার বিহারবাসীর উদ্দেশ্যে এক ৪ পাতার খোলা চিঠি লেখেন প্রধানমন্ত্রী। চিঠিতে বিহারের মানুষকে এনডিএতে (NDA)ভোট দেওয়ার আবেদন জানান নরেন্দ্র মোদী। বিহারের উন্নয়নের জন্য তিনি অঙ্গীকারবদ্ধ বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। 

চিঠিতে নরেন্দ্র মোদী বলেন, "বিহারের উন্নয়নে যাতে কোনও বাধা না আসে, বিহারের উন্নয়নমূলক প্রকল্পগুলি যাতে থমকে না থাকে তা নিশ্চিত করতে আমার চাই নীতীশ কুমারের সরকার।" প্রধানমন্ত্রী আরও বলেন, যে তিনি নিশ্চিত কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এবং রাজ্যে জেডিইউ-বিজেপি সরকার, অর্থৎ এই "ডবল ইঞ্জিন"- এর কাঁধে ভর করে এই দশকে উন্নয়নের নয়া মাইল ফলক ছোঁবে বিহার। 

 

চিঠিতে মোদী আরও লেখেন "বিহারের মানুষ জাতপাতের নামে নয়, উন্নয়নের নামে ভোট দিচ্ছেন, আইনশৃঙ্খলা, সততা, স্বনির্ভরতার জন্য ভোট দিচ্ছেন"। তিনি আরও বলেন, "রাজ্যে অনাচার চললে উন্নয়ন হতে পারে না। বিহারে এনডিএ ক্ষমতায় আসার পরে আমরা একটি উন্নয়ন বান্ধব পরিবেশ তৈরি করেছি। পরিকাঠামো মজবুত হয়েছে এবং আইনশৃঙ্খলায় স্থিতাবস্থা এসেছে। কোনও রাজ্যের উন্নয়নের জন্য এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একমাত্র এইডিএ-ই এই দুটি বিষয় দিতে পারে বিহারের মানুষকে।"

বিহার নির্বাচনের এদিনই ছিল অন্তিম প্রচার পর্ব। নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট আগামী ৭ নভেম্বর। এই দফায় নির্বাচন হবে ১৫টি জেলার ৭৮টি আসেন। ভোট হবে পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, সীতামারি, মধুবানী, সুপল, আরারিয়া, মধেপুরা, কিষাণগঞ্জ, পূর্ণিয়া, কাটিহার, সহরসা, দ্বারভাঙ্গা, মুজাফফরপুর, বৈশালী এবং সমস্তিপুর জেলায়। ফলাফল ১০ তারিখ। এখন দেখার অন্তিম দফার নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই চিঠি ভোট বাক্সে কোনও প্রভাব ফেলে কি না। 

Advertisement

 

Advertisement