নেতাজি ও গান্ধীজিকে নিয়ে যখন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তখন সুভাষচন্দ্র বসুর সঙ্গে মহাত্মা গান্ধীর ঠিক কেমন সম্পর্ক ছিল, তা নিয়ে মুখ খুললেন নেতাজির কন্যা অনিতা বোস পাফ। তিনি জানালেন, গান্ধীজি ও তাঁর বাবার সম্পর্ক জটিল ছিল। গান্ধীজি মনে করতেন, তিনি সুভাষচন্দ্র বসুকে নিয়ন্ত্রণ করতে পারবেন না।
গান্ধীজিকে খুবই শ্রদ্ধা করতেন নেতাজি
অনিতার কথায়, 'আবার একাধারে আমার বাবা গান্ধীজিকে খুবই শ্রদ্ধা করতেন।' কঙ্গনা রানাওয়াত বিতর্কিত একটি মন্তব্য করেছেন, গান্ধীজি ও জওহরলাল নেহরু নেতাজিকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি ছিলেন। এই প্রসঙ্গে India Today-কে অনিতা বলেন, 'গান্ধীজি ও নেতাজি-- দু'জনেই হিরো ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে। একে অপরের সাহায্য ছাড়া হত না। কিছু কংগ্রেস নেতা দীর্ঘ দিন ধরে দাবি করছেন, একমাত্র অহিংস আন্দোলনেই স্বাধীনতা পেয়েছে ভারত, এটা ঠিক নয়। আমরা সবাই নেতাজি ও আইএনএ-র কর্মকাণ্ড জানি স্বাধীনতা সংগ্রামে।'
আরও পড়ুন: Forward Bloc-এর পতাকার রং-নকসায় বদল? ডিসেম্বরে সিদ্ধান্তের সম্ভাবনা
স্বাধীনতা সংগ্রামে বহু মানুষের অবদান রয়েছে
তাঁর আরও সংযোজন, 'আবার অন্যদিকে যদি কেউ দাবি করে, নেতাজি ও আইএনএ-র জন্যই ভারত স্বাধীন হয়েছে, সেটাও অজ্ঞানতার পরিচয় হবে। গান্ধীজি বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন, নেতাজিকেও। নেতাজি সর্বদা তাঁর কাজের প্রতি মহাত্মা গান্ধীর প্রতিক্রিয়া সম্পর্কে আগ্রহী ছিলেন।' অনিতার মতে, বহু মানুষের স্বাধীনতা সংগ্রামে অবদান রয়েছে।
কী বলেছেন কঙ্গনা?
ইনস্টাপোস্টে তিনি সরাসরি মহাত্মা গান্ধীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, 'হয় গান্ধীজিকে সমর্থন করুন না হলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সমর্থন করুন। কে দেশনায়ক সেটা আগে ঠিক করুন।' কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দাবি করেন, 'মহত্মা গান্ধী একজন ক্ষমতা লোভী আর চালাক মানুষ। মহাত্মা গান্ধীর কারণেই ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু আর ভগৎ সিংকে সমর্থন করতেন না। কঙ্গনার এহেন মন্তব্যের জেরে ফের বিতর্কের ঝড় উঠছে।