scorecardresearch
 

Narendra Modi In Denmark : 'ভারত ভ্যাকসিন না বানালে বিশ্বের কী হত?' ডেনমার্কে মোদী

ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, আগে কেউ আশা করেনি যে ভারত ডিজিটালের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু তাঁর সরকার সেই চিন্তাধারা পাল্টে দিয়েছে। স্টার্ট-আপ সম্পর্কে মোদী বলেন, আগে বিশ্বে ভারতকে এই বিষয়ে গণনা করা হত না। কিন্তু এখন ইউনিকর্নের নিরিখে গোটা বিশ্বে ভারত তিন নম্বরে। 

Advertisement
নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • জার্মানির পর ডেনমার্কে প্রধানমন্ত্রী
  • ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ
  • কী বললেন নরেন্দ্র মোদী?

ইউরোপ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জার্মানির পর ডেনমার্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সেখানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেন মোদী। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখে ও তাঁর কথা শুনে উচ্ছ্বসিত সেদেশে উপস্থিত ভারতীয়রা। 

নরেন্দ্র মোদী বলেন, ডেনমার্ক (Denmark) ও ভারতের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত। ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকের ফলে দু'দেশের মধ্যে সম্পর্ক আরও বিশেষ হয়ে উঠতে চলেছে। করোনাকালের উল্লেখ করে তিনি বলেন, এটি গোটা বিশ্বে প্রভাব ফেলেছে, তবে ভারত একটি নির্ধারক ভূমিকা পালন করেছে। ভারত যদি মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন তৈরি না করত, তবে এই সংকটে বিশ্বের কী হত? তাঁর মতে, এই কঠিন সময়ে ভারত সারা বিশ্বকে ভ্যাকসিন ও ওষুধ দিয়েছে। 

ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, আগে কেউ আশা করেনি যে ভারত ডিজিটালের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। কিন্তু তাঁর সরকার সেই চিন্তাধারা পাল্টে দিয়েছে। স্টার্ট-আপ সম্পর্কে মোদী বলেন, আগে বিশ্বে ভারতকে এই বিষয়ে গণনা করা হত না। কিন্তু এখন ইউনিকর্নের নিরিখে গোটা বিশ্বে ভারত তিন নম্বরে। 

পরিবেশ রক্ষায় ভারত যে পদক্ষেপ নিচ্ছে তাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, শুধু ইউজ অ্যান্ড থ্রো-এর কারণে পরিবেশ নষ্ট হয়েছে। পকেট কতটা, সেই অনুযায়ী কতটা ব্যবহার করবেন তা ঠিক করা উচিত নয়, বরং প্রয়োজন কতটা, সেই অনুযায়ী ব্যবহার কতোটা করবেন তা ঠিক করা উচিত।

প্রধানমন্ত্রী মোদী এদিন ডেনমার্কে বসবাসকারী ভারতীয়দের একটি কাজও দিয়েছেন। তিনি বলেন, প্রতি বছর যদি তাঁরা পাঁচজন অ-ভারতীয় বন্ধুকে ভারতে পাঠান, তাঁদের সেখানে বেড়ানোর জন্য অনুপ্রাণিত করেন, তাহলে ভারত একটি বড় শক্তি হয়ে উঠবে।

Advertisement

আরও পড়ুনসুস্থ ত্বক থেকে শক্ত হাড়, উপকারিতা জানলে আর আলু এড়িয়ে যাবেন না

 

Advertisement