scorecardresearch
 

'অভিষেক আসছে, বিপ্লব দেব কাঁপছে',TMC-তে ফিরেই হুঁশিয়ারি রাজীবের

রবিবার তৃণমূলে যোগ দিয়েই রাজীব বলেন, "জেদের বশে বিজেপিতে গিয়েছিলাম।  অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আধ ঘণ্টা বুঝিয়েছিলেন। কিন্তু শুনিনি। ভুল করেছিলাম। আমি লজ্জিত, অনুতপ্ত। আমি দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ডের সমালোচনা করেছিলাম। ভেবেছিলাম হয়ত শুধু ভোটের জন্য এই প্রকল্প। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে আমি ভুল ছিলাম। ভোটের পরেও দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ড চলছে।"

Advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
  • পুরনো দলে ফিরেই ভুল স্বীকার
  • বিজেপির কড়া সমোলাচনা

জল্পনা ছিলই, এবার সেটাই বাস্তবায়িত হল। তৃণমূলে (TMC) 'ঘর ওয়াপসি' হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। রবিবার ত্রিপুরায় (Tripura) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চেই পুরনে দলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পুরনো দলে ফিরেই নিজের ভুল স্বীকার করলেন রাজীব। 

রবিবার তৃণমূলে যোগ দিয়েই রাজীব বলেন, "জেদের বশে বিজেপিতে গিয়েছিলাম।  অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আধ ঘণ্টা বুঝিয়েছিলেন। কিন্তু শুনিনি। ভুল করেছিলাম। আমি লজ্জিত, অনুতপ্ত। আমি দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ডের সমালোচনা করেছিলাম। ভেবেছিলাম হয়ত শুধু ভোটের জন্য এই প্রকল্প। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে আমি ভুল ছিলাম। ভোটের পরেও দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী কার্ড চলছে।"

বিজেপিতে (BJP) যোগদানের পর রাজ্যে 'ডবল ইঞ্জিন সরকারের' কথা বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলে, "ডবল ইঞ্জিন সরকারের কথা বলে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। কারণ ত্রিপুরাতে ডবল ইঞ্জিন কেন, সিঙ্গল ইঞ্জিন সরকারও গঠন হয়নি।" 

এদিন বিজেপির কড়া সমালোচনা করতে শোনা যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee)। তিনি বলেন, "আমি বারেবারে বলেছিলাম পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কমাতে হবে। কিন্তু সে কথা শোনা হয়নি। শিল্প নিয়েও কোনও চেষ্টা তাদের মধ্যে দেখা যায়নি।"

অন্যদিকে রাজীব ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বার্তা দেন, "কংগ্রেস সিপিএমকে একটাও ভোট দেবেন না। ওদের ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। একইসঙ্গে বিজেপির উদ্দেশ্যে রাজীবের হুঁশিয়ারি একবার নিরপেক্ষ ভোট হোক, আমরাও দেখিয়ে দেখ ক্ষমতা।" এদিন নিজের বক্তব্যের শেষে রাজীব বলেন, "অভিষেক আসছে, বিপ্লব দেব কাঁপছে।"  

 

Advertisement