scorecardresearch
 

গাড়ি চালানোর সময় চোখ লেগে যায়? এই চশমায় কেটে যাবে ঘুম

সচিন কুমার নামে ওই ছাত্রের দাবি, চশমায় রয়েছে এক বিশেষ সেন্সর, যা চালকের ঘুম পেলেই তীব্র বিপ শব্দে বেজে উঠে তাঁকে জাগিয়ে দেবে। আর যেই মাত্র চালকের ঘুম কেটে যাবে সঙ্গে সঙ্গে চশমাটিও স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।

Advertisement
সচিন কুমারের আবিষ্কৃত চশমা সচিন কুমারের আবিষ্কৃত চশমা
হাইলাইটস
  • পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগ
  • বিশেষ চশমা আবিষ্কার ছাত্রের
  • চালক ঘুমিয়ে পড়লে জাগিয়ে তুলবে চশমা

প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় মানুষজনের। আবার দুর্ঘটনায় রাশ টানতে বিভিন্ন পদক্ষেপও করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। কিন্তু তারপরেও হয়ে চলেছে দুর্ঘটনা। পথ দুর্ঘটনার একটি অন্যতম কারণ হল গাড়ি চালাতে চালাতে চালকের ঘুমিয়ে পড়া। যার জেরে ঘটে যায় দুর্ঘটনা। কিন্ত সেই দুর্ঘটনাকে রুখতে এবার এক অভিনব চশমা আবিষ্কার আইটিআই ছাত্রের। উত্তরপ্রদেশের মেরাঠের ওই ছাত্রের দাবি, তাঁর তৈরি চশমা চালককে সজাগ ও সতর্ক করে দেবে। কারণ সেই চশমা পরে গাড়ি চালানোর সময় চালকের যদি ঘুম পায় তাহলে সঙ্গে সঙ্গে তা অ্যালার্ম বাজিয়ে চালককে জাগিয়ে দেবেন।  

সচিন কুমার নামে ওই ছাত্রের দাবি, চশমায় রয়েছে এক বিশেষ সেন্সর, যা চালকের ঘুম পেলেই তীব্র বিপ শব্দে বেজে উঠে তাঁকে জাগিয়ে দেবে। আর যেই মাত্র চালকের ঘুম কেটে যাবে সঙ্গে সঙ্গে চশমাটিও স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে।

চশমা পরে সচিন কুমার
চশমা পরে সচিন কুমার

সচিন জানাচ্ছেন, বছর কয়েক আগের এভাবেই চালকের ঘুমিয়ে পড়ার জেরে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। তারপর থেকেই এই ধরণের দুর্ঘটনাকে আটকাতে কিছু একটা করার ইচ্ছা ছিল তাঁর। এই গবেষণায় তাঁকে তাঁর শিক্ষকরা সহায়তা করেছেন। চশমাটির পেটেন্ট করাবেন বলেও জানালেন সচিন। 

কীভাবে তৈরি হয়েছে চশমা?
বিশেষ এই চশমাটি তৈরি করা হয়েছে, ন্যানো ডিভাইস, অ্যাডভান্স মাইক্রো কন্ট্রোলার, সেন্সর, একটি ছোট বাজর এবং ব্যাটারি দিয়ে। এটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে যেকোনও গাড়ির চালিক এটি ব্যবহার করতে পারেন। ন্যানো ডিভাইসিটকে কোডিং করা হয়েছে। ফলে চালকের যদি ২ সেকেন্ডের বেশি চোখ লেগে যায়, তাহলেই অ্যাক্সিভ হয়ে উঠবে সেন্সর এবং বেজে উঠবে বিপ। যার জেরে জেগে যাবেন চালক। তবে বর্তমানে যে ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সেটি তুলনামূলকভাবে বড়। তাই সচিন চেষ্টা করছেন আগামিদিনে চশমায় ছোট ডিভাইস লাগাবার। 

Advertisement


 

Advertisement