scorecardresearch
 

Republic Day 2021: গণতন্ত্র দিবসে দুনিয়া দেখল ভারতের শক্তি! রাফাল বিমানের শব্দে গর্জে উঠল আকাশ

Aajtak Bangla | দিল্লি | 26 Jan 2021, 11:54 AM IST

Republic Day 2021 : আজ দেশের ৭২ তম গণতন্ত্র দিবস। দিল্লির রাজপথে একটু পরেই শুরু হতে চলেছে প্যারেড। ভারত তার সামরকি শক্তির মহড়া দেখাতে প্রস্তূত। প্রথমবারের জন্য এই মহড়ায় অংশ নিচ্ছে রাফাল। করোনা পরিস্থিতির জেরে এবার ২৫ হাজার দর্শককে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে। প্রতি বছর এখানে অন্তত লক্ষাধিক লোকের সমাগম হত। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজপথ।

হাইলাইটস্

  • আজ দেশের ৭২ তম গণতন্ত্র দিবস।
  • রাজপথে একটু পরেই শুরু হতে চলেছে প্যারেড
  • উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী
  • ২৫ হাজার দর্শককে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে
11:54 AM (3 বছর আগে)

প্যারেড শেষে উড়ান রাফালের

Posted by :- suvam

ক্যাপ্টেন হারকিরত সিং ও স্কোয়াড লেফঃ কিশলয়কান্তে নেতৃত্বে সবার শেষে প্যারেডে উড়ল একটি রাফাল যুদ্ধবিমান
 

11:49 AM (3 বছর আগে)

সুখোই যুদ্ধবিমানের মহড়া

Posted by :- suvam

আকাশপথে ত্রিনেত্র ফর্মেশনে তিনটি সুখোই যুদ্ধবিমানের মহড়া। এই নেতৃত্বে ছিলেন ক্যাম্পেট একে মিশ্র
 

11:41 AM (3 বছর আগে)

রাজপথে উড়ান দিল রাফাল

Posted by :- suvam

রাজপথে উড়ান দিল রাফাল। দুই পাশে ছিল দুটি জাগুয়ার সঙ্গে ২টি মিগ-২৯। একলব্য ফর্মেশনে ৭৮৯ প্রতি কিমি বেগে উড়ান দিল যুদ্ধ বিমানগুলি। এর নেতৃত্বে ছিলেন রোহিত কাটারিয়া

 

11:35 AM (3 বছর আগে)

রাজপথে শুরু ফ্লাই পাস

Posted by :- suvam

রাজপথে শুরু ফ্লাই পাস। একের পর এক লড়াকু বিমান ও যুদ্ধ চপার অংশ নিচ্ছে

Advertisement
11:18 AM (3 বছর আগে)

আত্মনির্ভর ভারত ও কোভিড নিয়ে বিশেষ ট্যাবলো দেখা গেল রাজপথে

Posted by :- suvam

আত্মনির্ভর ভারত  ও কোভিড নিয়ে বিশেষ ট্যাবলো দেখা গেল রাজপথে
 

11:03 AM (3 বছর আগে)

রাম মন্দিরের ট্যাবলো অংশ নিল গণতন্ত্র দিবসে

Posted by :- suvam

অযোধ্যায় প্রস্তাবিত রাম মন্দিরের ট্যাবলো অংশ নিল গণতন্ত্র দিবসে
 

11:02 AM (3 বছর আগে)

বিশেষ ট্যাবলো

Posted by :- suvam

শ্রী গুরু তেগ বাহাদুরের ৪০০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ট্যাবলো এদিন দেখা গেল গণতন্ত্র দিবসে

 

10:58 AM (3 বছর আগে)

কলকাতায় চলছে গণতন্ত্র দিবসের মহড়া

Posted by :- suvam

কলকাতায় চলছে গণতন্ত্র দিবসের মহড়া
 

10:53 AM (3 বছর আগে)

লাদাখ নিয়ে ট্যাবলো

Posted by :- suvam

কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের স্থানীয় সংস্কৃতি নিয়ে এবার বিশেষ ট্যাবলো দেখা গেল গণতন্ত্র দিবসে
 

Advertisement
10:50 AM (3 বছর আগে)

সূর্য মন্দিরের ট্যাবলো অংশ নিয়েছে গণতন্ত্র দিবসে

Posted by :- suvam

গুজরাতে মোধিরার সূর্য মন্দিরের ট্যাবলো অংশ নিয়েছে গণতন্ত্র দিবসে
 

10:47 AM (3 বছর আগে)

মহড়ায় সামিল DRDO

Posted by :- suvam

গণতন্ত্র দিবসে দুটি ট্যাবলো নিয়ে মহড়ায় সামিল DRDO। Light Combat Aircraft ও  Tank Guided Missiles নিয়ে মহড়ায় সামিল
 

10:42 AM (3 বছর আগে)

গণতন্ত্র দিবসে সামিল এনএসজি কম্যান্ডোরা

Posted by :- suvam

গণতন্ত্র দিবসে সামিল এনএসজি কম্যান্ডোরা।

 

10:41 AM (3 বছর আগে)

কলকাতায় সামিল মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

Posted by :- suvam

৭২ তম গণতন্ত্র দিবসে মহড়ায় কলকাতায় সামিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধানখড়

 

10:37 AM (3 বছর আগে)

বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত সামিল হয়েছেন মহড়ায়

Posted by :- suvam

বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত সামিল হয়েছেন মহড়ায়।

 

Advertisement
10:30 AM (3 বছর আগে)

ক্যাপ্টেন প্রীতি চৌধুরী মহড়ায়

Posted by :- suvam

140 Air Defence Regiment এর ক্যাপ্টেন প্রীতি চৌধুরীর নেতৃত্বে মহড়ায় সামিল upgraded Schilka Weapon system

 

10:28 AM (3 বছর আগে)

মহড়ায় সামিল গারওয়াল রাইফেলসের জওয়ানরা

Posted by :- suvam

ক্যাপ্টেন রাজপুত সৌরভ সিংয়ের নেতৃত্বে মহড়ায় সামিল গারওয়াল রাইফেলসের জওয়ানরা

10:26 AM (3 বছর আগে)

মহড়ায় Pinaka Multi Launcher Rocket System

Posted by :- suvam

মহড়ায় সামিল হয় Pinaka Multi Launcher Rocket System। নেতৃত্বে ছিল ক্যাম্পেট বিভোর গুলতি ৮৪১ Rocket Regiment(Pinaka)

 

10:24 AM (3 বছর আগে)

মহড়ায় সামিল টি -৯০ (ভীষ্ম) ট্যাঙ্ক

Posted by :- suvam

এদিন মহড়ায় দেখা যায় টি -৯০ (ভীষ্ম) ট্যাঙ্ক। শক্তিশালী এই ট্যাঙ্ক ১২৫ মিমি স্মুথ বোর গান, ৭.৬২ মিমি কো-অ্যাক্সেল মেশিনগান এবং ১২.৭ মিমি অ্যান্টি-এয়ারক্রাফ্ট বন্দুক দিয়ে সজ্জিত।

10:21 AM (3 বছর আগে)

মহড়ায় সামিল হয় Brahmos Missile system

Posted by :- suvam

রাজপথে এদিন মহড়ায় সামিল হয় Brahmos Missile system। ক্যাপ্টেন কামরুল জামানের নেতৃত্বে মহড়ায় সামিল হয়

 

Advertisement
10:17 AM (3 বছর আগে)

গণতন্ত্র দিবসে অংশ বাংলাদেশের বাহিনী

Posted by :- suvam

গণতন্ত্র দিবসে অংশ নিয়েছে বাংলাদেশের বিশেষ এই বাহিনীও

 

9:56 AM (3 বছর আগে)

রাজপথে পৌঁছলেন প্রধানমন্ত্রী

Posted by :- suvam

রাজপথে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত রয়েছেন অন্যান্য মন্ত্রীরাও। কিছুক্ষণের মধ্যেই সেখানে আসবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
 

9:48 AM (3 বছর আগে)

শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

Posted by :- suvam
9:44 AM (3 বছর আগে)

শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

Posted by :- suvam

জাতীয় স্মৃতিসৌধে  শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও তিন বাহিনীর প্রধান।

9:36 AM (3 বছর আগে)

রাজপথে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- suvam

৭২ তম গণতন্ত্র দিবস উৎযাপনে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তাঁকে স্বাগত জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Advertisement
9:20 AM (3 বছর আগে)

দর্শকদের মধ্যে দূরত্ব বিধি

Posted by :- suvam

আর মাত্র কিছু সময়ের মধ্যে হতে চলেছে গণতন্ত্র দিবসের মহড়া। ইতিমধ্যে রাজপথে অতিথিরা আসতে শুরু করেছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবার দর্শকদের মধ্যে দূরত্ব বিধি রাখা হয়েছে।

 

9:02 AM (3 বছর আগে)

শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা

Posted by :- suvam

৭২ তম গণতন্ত্র দিবসে টুইট করে সবাইকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এদিন কলকাতার প্যারেড উৎসর্গ করা হবে নেতাজির সুভাষচন্দ্র বসুর নামে।

 

8:57 AM (3 বছর আগে)

লাদাখে গণতন্ত্র দিবস উৎযাপন

Posted by :- suvam

লাদাখে গণতন্ত্র দিবস উৎযাপন করলেন ITBP জওয়ানরা

 

 

8:08 AM (3 বছর আগে)

শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

Posted by :- suvam

৭২ তম গণতন্ত্র দিবসে ট্যুইট করে শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
 

7:36 AM (3 বছর আগে)

একনজরে আজকের অনুষ্ঠানসূচি

Posted by :- suvam

সকাল ৯টা থেকে শুরু অনুষ্ঠান শুরু

  • সাড়ে ৯টায় সময়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে আসবেন প্রধানমন্ত্রী
  • ৯টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রী মহড়ার জায়গায় আসবেন
  • ৯টা ৫৫ মিনিটে আসবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • সকাল ১০টার সময়ে জাতীয় পতাকা পতাকা উত্তোলন
  • ১০ টার সময়ে প্যারেড শুরু হবে
  • ১১.২৫ মিনিটে শুরু হবে ফ্লাই পাস্ট
Advertisement
7:31 AM (3 বছর আগে)

দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Posted by :- suvam

গণতন্ত্র দিবসের জন্য সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

7:30 AM (3 বছর আগে)

দিল্লিতে কড়া নিরাপত্তা

Posted by :- suvam

গণতন্ত্র দিবসের জন্য দিল্লিতে কড়া নিরাপত্তা

 

7:29 AM (3 বছর আগে)

থাকবে না কোনও অতিথি

Posted by :- suvam

এবারের গণতন্ত্র দিবসে বাইরের দেশের কোনও অতিথি উপস্থিত থাকবেন না। প্রায়সই একটি দেশের প্রধান অতিথি হিসাবে আসেন। কিন্তু এবার করোনার জেরে এমন কিছু হয়নি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে আমন্ত্রণ করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে পরে তিনি এই সফরটি বাতিল করেন।

7:24 AM (3 বছর আগে)

৭২ তম গণতন্ত্র দিবস

Posted by :- suvam

আজ দেশের ৭২ তম গণতন্ত্র দিবস। দিল্লির রাজপথে  একটু পরেই শুরু হতে চলেছে প্যারেড। ভারত তার সামরকি শক্তির মহড়া দেখাতে প্রস্তূত। প্রথমবারের জন্য এই মহড়ায় অংশ নিচ্ছে রাফাল। করোনা পরিস্থিতির জেরে এবার ২৫ হাজার দর্শককে ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে।  প্রতি বছর এখানে অন্তত লক্ষাধিক লোকের সমাগম হত। প্রজাতন্ত্র দিবসের উপলক্ষ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজপথ

Advertisement