scorecardresearch
 

Andhra Pradesh Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা! বাস-ট্রাক সংঘর্ষে ১৪ জনের মৃত্যু

বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের মৃত্যু। আহত আরও ৪। রবিবার (Sunday) ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুল (Kurnool) জেলায়। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

Advertisement
দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু (ছবি সূত্র-এএনআই) দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু (ছবি সূত্র-এএনআই)
হাইলাইটস
  • পথ দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু
  • হাসপাতালে চিকিৎসাধীন ৪
  • শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির


বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের মৃত্যু। আহত আরও ৪। রবিবার (Sunday) ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুল (Kurnool) জেলায়। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। 

জানা গেছে চিত্তুর জেলা থেকে যাত্রী নিয়ে হায়দরাবাদে যাচ্ছিল বাসটি। যাত্রীরা প্রত্যেকেরই আজমিরে যাচ্ছিলেন বলে জানা গেছে। সংবাদ সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী এক আধিকারিক জানাচ্ছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা। চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে গিয়ে ধাক্কা মারে লরিটিকে।  

দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি। একইসঙ্গে আহতদের দ্রুত উদ্ধার এবং সমস্ত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আধিকারিকদের নির্দেশও দিয়েছেন তিনি। জগন্মোহন রেড্ডির দফতরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "মুখ্যমন্ত্রী উদ্ধারকাজ ও চিকিৎসা পরিষেরা তরান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।" 


 

Advertisement