পুরুষ ও নারী— এই দুই চেনা পরিসরের বাইরে একটি পরিসর আছে। সেই ‘তৃতীয় পরিসর’ আজ সমাজের একটি প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সমাজের মূলস্রোত এখনও ‘তৃতীয় লিঙ্গ’ বিষয়টিকে অচ্ছুত করে রেখেছে। তাই বহু মানুষ তাঁদের সঠিক সত্তাকে প্রকাশ করতে সাহস পান না। এই বিষয়টিতে রীতিমতো তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সঙ্ঘ প্রধান।
সমকামী ও রূপান্তরকামীদের পাশে রয়েছেন, এমনটাই জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার মোহন ভাগবত (Mohan Bhagwat) একটি সাক্ষাৎকারে বলেন, সমকামী এবং রূপান্তরকামীদেরও আলাদা ব্যক্তিগত পরিসরের প্রয়োজন। যেদিন থেকে মানুষ পৃথিবীতে এসেছে, সেদিন থেকেই এই ধরনের প্রবৃত্তি দেখা গিয়েছে। এটা জৈবিক বিষয়। জীবনেরই একটা অংশ। আমরা চাই তাঁরা যেন ব্যক্তিগত পরিসর পান এবং নিজেদের সমাজেরই অংশ ভাবতে পারেন। বিষয়টা খুবই সাধারণ। এই দৃষ্টিভঙ্গির প্রচার দরকার। নাহলে অন্য পদক্ষেপগুলি নিরর্থক হয়েই থেকে যাবে।
পাশাপাশি এদিন তিনি ভারতে মুসলিমদের কোন ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধানের এই বক্তব্য যে অত্যন্ত উল্লেখযোগ্য, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। মোহন ভাগবত এর এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
সেইসঙ্গে ভাগবতের আরও দাবি, ভারত ইতিহাসের আদিকাল থেকেই অবিভক্ত (অখন্ড) ছিল। হিন্দু আমাদের জাতীয়তা, পরিচয়, আমাদের সভ্যতার বৈশিষ্ট্য। এমন একটি বৈশিষ্ট্য যা প্রত্যেককে আমাদের বলে মনে করে। আমরা কখনই বলি না, আমারই সত্য আর তোমরা মিথ্যা। তুমি তোমার জায়গায় ঠিক, আমি ঠিক আমার জায়গায়। কেন লড়াই করব, আসুন আমরা একসাথে এগিয়ে যাই। এটাই হিন্দুত্ব।
তিনি আরও বলেন, হিন্দুস্তানকে হিন্দুস্তান থাকতে হবে এবং এটিই সরল সত্য। ভারতে বসবাসকারী মুসলমানদের কোনও ক্ষতি নেই। ভয় পাওয়ার কিছু নেই।
আরও পড়ুন-Gaur Gopal Das: ভাল থাকতে কী ধরনের উপোস সবচেয়ে দরকারি? গৌর গোপাল দাসের VIDEO VIRAL