scorecardresearch
 

Sahitya Aajtak Lucknow: 'ব্যবসার কথা মাথায় রাখলে মাস্কের চেয়ে ধনী হতাম', দাবি রামদেবের

অতীতের বক্তব্য উদ্ধৃত করে বাবা রামদেব বলেন,'আমি একবার বলেছিলাম যে টাটা বিড়লা, আদানি, জুকারবার্গ, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট এবং বিল গেটসের থেকেও বেশি দামি আমার সময়। ওরা নিজেদের জন্য বাঁচে। কিন্তু সন্ন্যাসী সবার জন্য বাঁচে। তাই তার সময়, শক্তি ও জ্ঞান সকলের কল্যাণে।'

Advertisement
বাবা রামদেব। বাবা রামদেব।
হাইলাইটস
  • এলন মাস্কের চেয়েও ধনী হতেন, দাবি রামদেবের।
  • নিজের দাবির স্বপক্ষে ব্যাখ্যাও দিলেন।

দেশের বদলে ব্যবসার কথা ভাবলে এলন মাস্কের চেয়েও ধনী হতেন। সাহিত্য আজতকের মঞ্চে এমন দাবিই করলেন যোগগুরু বাবা রামদেব। তিনি বলেন,'আমি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, ভগবদ্গীতা  এবং পূর্বপুরুষদের কাছ থেকে যে জ্ঞান পেয়েছি, তা গবেষণা করে বাস্তবায়িত করেছি। এই সবের জন্য স্বত্ত্ব দাবি করলে ইলন মাস্কের চেয়ে ধনী হতাম।'

অতীতের বক্তব্য উদ্ধৃত করে বাবা রামদেব বলেন,'আমি একবার বলেছিলাম যে টাটা বিড়লা, আদানি, জুকারবার্গ, ইলন মাস্ক, ওয়ারেন বাফেট এবং বিল গেটসের থেকেও বেশি দামি আমার সময়। ওরা নিজেদের জন্য বাঁচে। কিন্তু সন্ন্যাসী সবার জন্য বাঁচে। তাই তার সময়, শক্তি ও জ্ঞান সকলের কল্যাণে।'

...আমি এলন মাস্কের চেয়েও ধনী হতাম: যোগ গুরু

এলন মাস্কের প্রসঙ্গ তুলে যোগগুরু বলেন, 'উনি দাবি করেন, এমন একটি গাড়ি তৈরি করবেন, যা আকাশেও চলবে।  তিনি প্রযুক্তির কথা বলেন। তবে আমাদের কাছে যা আছে তা হল বেদ, পুরাণ, ধর্মীয় বই এবং পূর্বপুরুষদের জ্ঞান। রামদেব ইলন মাস্কের থেকেও ধনী হতেন যদি গবেষণাগুলি বিক্রি করতে পারত! কিন্তু আমরা সেই জ্ঞান বিশ্বকল্যাণে দিয়েছি।'

গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা: রামদেব

বাবা রামদেব দাবি করেছেন, আয়ুর্বেদের মাধ্যমে অনেক গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের নিরাময় করেছেন। তিনি বলেন, 'একদিকে মেডিক্যাল মাফিয়া, অন্যদিকে রাজনৈতিক মাফিয়া, ধর্মীয় মাফিয়া, বুদ্ধিজীবী মাফিয়া, আমি কখনও মিডিয়া মাফিয়া বলিনি, কিন্তু চারিদিকে মাফিয়ারাজ চলছে। আমরা সবার জন্য লড়াই করি। পুরো চিকিৎসা ব্যবস্থা এটা করতে পারেনি। কিন্তু আমরা পেরেছি। সুগারের রোগীর নিরাময় করা যায় না। আমরা তা করে দেখিয়েছি। যাঁরা ১০০-২০০ ইউনিট ইনসুলিন নিতেন এমন লোকও মুক্তি পেয়েছেন। আমরা রক্তচাপ, থাইরয়েড, লিভার, কিডনি প্রতিস্থাপন থেকে বাঁচিয়েছি। আমরা এক বা দু'মাসে ক্যান্সার নিরাময় করেছি। সমগ্র বিশ্ব যোগ-আয়ুর্বেদ ও সনাতনকে অনুসরণ করবে। জীবনযাপনের বিকল্প আর কিছু নেই।'

Advertisement

সাহিত্যের সঙ্গে কাটাছেঁড়া করা হয়েছে: রামদেব

বাবা রামদেবের কথায়,'সাহিত্যকে বিকৃত করা হয়েছে৷ ইতিহাসের পুনর্লিখন নয়, পুনর্ব্যাখ্যা দরকার। ভারতের গৌরবময় অতীত রয়েছে। আমরা ২০০ বছর ধরে পড়ছি যে ভারত ১০০০ বছর ধরে উপনিবেশ ছিল। ভারত দাস ছিল না, সংগ্রাম করছিল। আমরা কখনও মুঘল বা ব্রিটিশদের আধিপত্য মেনে নিইনি।'

আরও পড়ুন- মিঠুন, আমার চেহারা দেখে লোকে অনুপ্রাণিত হত: শত্রুঘ্ন

Advertisement