scorecardresearch
 

Congress: কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী তারুর বনাম অশোক গহলৌত? রাহুলের পোস্টে কী ইঙ্গিত

এ দিন সনিয়ার ১০ জনপথ রোডের বাসভবনে গিয়ে বৈঠক করেন তারুর। তাঁকে দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী সবুজ সংকেত দিয়েছেন বলে খবর। 

Advertisement
কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী তারুর বনাম গহলৌত? কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী তারুর বনাম গহলৌত?
হাইলাইটস
  • কংগ্রেসের সভাপতি নির্বাচনে শশী বনাম অশোক?
  • রাহুলই কি ফের সভাপতি?
  • সনিয়া-তনয়ের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের রাস্তা খোঁজার আগে সভাপতি খুঁজতে নামছে কংগ্রেস। কে হবেন শতাব্দী প্রাচীন দলের আগামী সভাপতি? শোনা যাচ্ছে, কংগ্রেসের সভাপতি নির্বাচন হতে চলেছে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বনাম কেরলের তিরুঅনন্তপুরমের সাংসদ মন্ত্রী শশী তারুর। সেক্ষেত্রে প্রায় ২০ বছর বাদে গান্ধী পরিবারের বাইরে সভাপতি পেতে চলেছে কংগ্রেস? তবে রাহুল গান্ধীর নাম নিয়েও চলছে জল্পনা। সেই জল্পনা উস্কে দিয়েছে সনিয়া-তনয়ের একটি ফেসবুক পোস্ট। সেখানে দলের হাল ধরার ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন সভাপতি।       

সূত্রের খবর, আগামী ২৬ বা ২৮ সেপ্টেম্বর সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন জমা দেবেন অশোক গহলৌত। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা তিন বারের মুখ্যমন্ত্রী। অন্যদিকে মনোনয়ন জমা দিতে আগ্রহী শশী তারুরও। সোমবার তাঁকে দলের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী সবুজ সংকেত দিয়েছেন বলে খবর। এ দিন সনিয়ার ১০ জনপথ রোডের বাসভবনে গিয়ে বৈঠক করেন তারুর। কংগ্রেস সূত্রের খবর,সনিয়াকে শশী জিজ্ঞেস করেন, তিনি কি সভাপতি পদে নির্বাচন লড়তে পারেন? কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী জবাব দেন,'ইটস ইওর কল।' অর্থাৎ এটা তোমার সিদ্ধান্ত। শশীর কোর্টেই বল ঠেলে দিয়েছেন সনিয়া। 

কংগ্রেস সূত্রে খবর, এ দিন সনিয়া গান্ধী স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেসের সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার স্বাধীনতা রয়েছে সকলের। গান্ধী পরিবার কাউকে প্রার্থী করেনি। ফলে শশী তারুরের প্রার্থী হওয়ার পথে আর কোনও বাধা রইল না। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি শশী। তবে সনিয়ার সঙ্গে দেখা করার পর সেই সম্ভাবনা অনেকটা জোরালো হল। 

এদিকে জল্পনা বাড়িয়েছে রাহুল গান্ধীর একটি ফেসবুক পোস্ট। তিনি লিখেছেন,'নৌকা নদীর মাঝখানে আটকে পড়লে হাল ধরতেই হয়। থামব না, ঝুঁকব না, ভারতে এক করবই।'এর অর্থ রাহুল কি ফের দলের হাল ধরতে সভাপতি হবেন? তুঙ্গে জল্পনা। 

Advertisement
রাহুল গান্ধীর ফেসবুক পোস্ট।
রাহুল গান্ধীর ফেসবুক পোস্ট।

কংগ্রেসের সভাপতি পদে রাহুল গান্ধী নির্বাচন লড়বে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ৭ রাজ্যের প্রদেশ কমিটি তাঁকে ফের সভাপতি হিসেবে দেখতে চাইছে। এই মর্মে  প্রস্তাবও পাঠানো হয়েছে হাইকম্যান্ডের কাছে। অশোক গহলৌত জানিয়েছেন, সভাপতি হিসেবে রাহুলই যোগ্য ব্যক্তি। তাঁকে অনুরোধ করবেন তিনি। 

আরও পড়ুন- তাজপুর বন্দর তৈরি করবে আদানি, সিলমোহর নবান্নের, কত টাকার লগ্নি?

Advertisement