scorecardresearch
 

Hijab Row: হিজাব না পরায় আক্রমণ; 'ভাল মুসলিম প্রমাণের দরকার নেই,' জবাব ছাত্রীর

Aroosa Parvaiz: জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশন-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শীর্ষস্থান দখল করেছেন আরুসা পারভেজ। হিজাব না পরায় নেট মাধ্যমে আক্রমণের শিকার।

Advertisement
আরুসা পারভেজ। আরুসা পারভেজ।
হাইলাইটস
  • হিজাব না পরায় কাশ্মীরি ছাত্রীকে আক্রমণ।
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ।
  • জবাব দিলেন আরুসা পারভেজ।

কর্নাটকে ইউনিফর্মের বদলে হিজাব পরে স্কুল-কলেজে ঢোকা নিয়ে চলছে বিতর্ক। এবার হিজাব না পরায় কটাক্ষের শিকার হলেন এক কাশ্মীরি ছাত্রী। তবে সোশ্যাল-আক্রমণের মুখে দমে যাননি আরুসা পারভেজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইসলামিক রীতিনীতি পালন করেন। তবে নিজেকে ভাল মুসলিম প্রমাণ করতে হিজাব পরার দরকার নেই।  

জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশন-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান বিভাগে শীর্ষস্থান দখল করেছেন আরুসা পারভেজ। শুক্রবার আরুসাকে সম্মানিত করে জেলা প্রশাসন। আরুসা শ্রীনগরের ইলাহিবাগের বাসিন্দা। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট ৫০০-র মধ্যে আরুসার প্রাপ্ত নম্বর ৪৯৯ (৯৯.৮০ শতাংশ)। তাঁকে একটি ট্রফি ও ১০ হাজারের চেক দিয়ে সম্মানিত করেছেন শ্রীনগরের ডেপুটি কমিশনার মহম্মদ আজাদ আসাদ। তার পরই সকলের নজরে পড়েন তিনি। 

শনিবার সকাল থেকে নেট মাধ্যমে হিজাব না পরায় আরুসার বিরুদ্ধে শুরু হয় কুকথার বন্যা। নির্লজ্জ বলে দাগিয়ে দিয়ে তার শিরচ্ছেদের হুমকিও দেওয়া হয়। এমনকি কর্নাটকের 'আল্লা হু আকবর' বলা সেই মহিলার সঙ্গেও তুলনা করা হয় তাঁকে। তাঁর থেকে ধর্মজ্ঞান শেখার পরামর্শ দেওয়া হয় আরুসাকে। 

আরও পড়ুন- Cryptocurrency : নিজের দায়িত্বে লগ্নি করুন, সরকার দায়িত্ব নেবে না

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের আক্রমণের মুখে নিজের অবস্থান থেকে সরেননি আরুসা। ইন্ডিয়া টুডে-কে তিনি বলেন,'আমি মুসলিম। আল্লাহকে বিশ্বাস করি। ইসলামিক রীতিনীতি মেনে চলি। হিজাব পরে আমাকে ভাল মুসলিম প্রমাণের দরকার নেই।' তবে তাঁর মা-বাবাকেও যেভাবে নিশানা করা হচ্ছে তাতে চিন্তিত আরুসা। তাঁর কথায়, 'এসব নিয়ে আমি ভাবছি না। তবে অভিভাবকদের কথা ভেবে চিন্তা হচ্ছে।'  

আরও পড়ুন- ভ্যালেন্টাইনস ডে-তে PSLV-C52 লঞ্চের কাউন্টডাউনের জন্য ISRO প্রস্তুত

Advertisement

Advertisement