scorecardresearch
 

দিল্লি কংগ্রেস দফতরের সামনে এক সপ্তাহ কান ধরে দাঁড়িয়ে ছাত্ররা! কেন?

আজব কাণ্ড। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের সামনে ৭ দিন ধরে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন গুটিকতক ছাত্র।

Advertisement
ছাত্রদের প্রতিবাদ ছাত্রদের প্রতিবাদ
হাইলাইটস
  • দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের সামনে ৭ দিন ধরে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন গুটিকতক ছাত্র
  • চাকরিপ্রার্থীদের অভিযোগ তাঁদের নিয়োগের প্রতিশ্রুতি রাখেনি রাজস্থান সরকার

আজব কাণ্ড। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের সামনে ৭ দিন ধরে কান ধরে দাঁড়িয়ে রয়েছেন গুটিকতক ছাত্র। প্রতিবাদের ধরণের এই বিরল ছবি সামনে এসেছে। আসলে এই ছাত্ররা কংগ্রেস শাসিত রাজস্থানের বাসিন্দা। 

চাকরিপ্রার্থীদের প্রতিবাদ
চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

কেন কংগ্রেসের সদর দফতরের সামনে এভাবে দাঁড়িয়ে আছেন ছাত্ররা? এর নেপথ্যে রয়েছে ছাত্রদের বিক্ষোভ। তাঁদের অভিযোগ, কংগ্রেস .শাসিত রাজস্থান সরকার ঘোষণা করেছিল, সেরাজ্যে কম্পিউটার শিক্ষকদের ক্যাডার বানানো হবে ও তাঁদের নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে। সেই ঘোষণা শুনে অশোক গেহলট সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন সংশ্লিষ্ট বিষয়ের ছাত্ররা। কিন্তু, চাকরিপ্রার্থীদের অভিযোগ, সেই প্রতিশ্রুতি রাখেনি রাজস্থান সরকার। তাদের তরফে এখন জানানো হচ্ছে, নিয়মিত ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হবে না। তারই বিরোধিতা করছেন তাঁরা। 

রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় ইতিমধ্যেই রাজ্য সরকার ও গান্ধি পরিবারের কাছে আবেদন করেছেন  চাকরিপ্রার্থীরা। চুক্তির ভিত্তিতে অধ্যাপকদেরও নিয়োগ করছে সরকার। এই সিদ্ধান্তেরও প্রতিবাদ জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। 

চাকরিপ্রার্থীদের প্রতিবাদ
চাকরিপ্রার্থীদের প্রতিবাদ

চাকরীপ্রার্থীদের অভিযোগ, চুক্তিভিত্তিতে নিয়োগ করে চাকরিপ্রার্থীদের অপমান করছে রাজস্থান সরকার। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তাঁরা। 

প্রসঙ্গত, দিল্লি ও রাজস্থানের একাধিক জায়গায় কংগ্রেসের দফতরে এভাবেই বিক্ষোভ দেখাচ্ছেন চাকরি প্রার্থীরা। যদিও কংগ্রেসের তরফে এর কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেওয়া হয়নি। 

Advertisement