scorecardresearch
 

Subramanian Swamy : 'প্রধানমন্ত্রী হওয়া উচিত মমতার', মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর

কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এমন একজন যাকে ব্ল্যাকমেইল করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়া উচিত। তিনি একজন সাহসী মহিলা। দেখুন কীভাবে তিনি ৩৪ বছর ধরে কমিউনিস্টদের সঙ্গে লড়াই করেছিলেন। দেখুন তিনি এখন কী করছেন"। তিনি আরও বলেন, "আমি মনে করি যে দেশে সত্যিকারের বিরোধীদের প্রয়োজন, যাঁদের ক্ষমতায় থাকা মানুষেরা ব্ল্যাকমেল করতে পারবেন না।"

Advertisement
সুব্রহ্মণ্যম স্বামী ও মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রহ্মণ্যম স্বামী ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যে চাঞ্চল্য
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা
  • যা বললেন বিজেপি নেতা...

এবার কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ বিজেপির অন্যতম শীর্ষনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)। আর শুধু প্রশংসাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। স্বামীর এহেন মন্তব্যে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। 

কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এমন একজন যাকে ব্ল্যাকমেইল করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়া উচিত। তিনি একজন সাহসী মহিলা। দেখুন কীভাবে তিনি ৩৪ বছর ধরে কমিউনিস্টদের সঙ্গে লড়াই করেছিলেন। দেখুন তিনি এখন কী করছেন"। তিনি আরও বলেন, "আমি মনে করি যে দেশে সত্যিকারের বিরোধীদের প্রয়োজন, যাঁদের ক্ষমতায় থাকা মানুষেরা ব্ল্যাকমেল করতে পারবেন না।"

শীর্ষ এই বিজেপি নেতা আরও বলেন, "আমি এমন অনেক মানুষকে জানি, যাঁরা বর্তমান সরকারের বিরুদ্ধে একটা নির্দিষ্ট বিন্দুর বাইরে যাবেন না। কারণ তাঁরা ভয় পান যে, ইডি আসবে বা অন্য কিছু হবে। এটা ভারতীয় গণতন্ত্রের জন্য ভাল নয়"। প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রীর মতে, ভারতে এমন একটি বিরোধী দল প্রয়োজন যারা শাসক দলের "বন্ধু নয়"। আর এখানেই স্বামী মনে করেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে "ব্ল্যাকমেইল করা অসম্ভব"। 

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রয়েছে বলে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen)। তিনি বলেন, 'যদি মনে করা হয় ২০২৪-এর লোকসভা নির্বাচন বিজেপির জন্য ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো হবে, তাহলে তা খুব ভুল হবে। আসন্ন লোকসভা নির্বাচনে বেশ কিছু আঞ্চলিক দলের ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা থাকলেও, বিজেপির বিরুদ্ধে আমজনতার তৈরি হওয়া হতাশা নিজের দিকে টানতে পারেন কি না, সেটি এখনও তাঁকে প্রমাণ করতে হবে'। যদিও সেই সময় অমর্ত্য সেনের সেই মন্তব্যের কড়া সমালোচনা করে বিজেপি। কিন্তু এবার খোদ বিজেপি নেতার মুখেই শোনা গেল একই ধরনের মন্তব্য। 

Advertisement

আরও পড়ুন - 'স্রেফ ভুল,' বাংলায় 'The Kerala Story' ব্যান নিয়ে মুখ খুললেন অনুরাগ

 

Advertisement