scorecardresearch
 

'BJP-কে টক্কর দিতে পারে মমতার চেয়ে ভাল কেউ নেই', বললেন সুস্মিতা

কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন অসমের এই নেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দু'জনকেই তিনি সম্মান করেন। তাই কংগ্রেসে ইস্তফা দেওয়ার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছন। তৃণমূলে যোগ দেওয়ার আগে নিজের মায়ের সঙ্গেও তিনি আলোচনা করেন বলে জানান সুস্মিতা দেব। 

Advertisement
সুস্মিতা দেব সুস্মিতা দেব
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় সুস্মিতা দেব
  • হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা
  • নিশানা করলেন এআইইউডিএফ-কেও

"মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে বিজেপিকে বেশি ভাল টক্কর দিতে পারেন এমন কেউ সারা দেশে চোখে পড়েনি।" আজতক বাংলাকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন সুস্মিতা দেব। মঙ্গলবার সুস্মিতা দেব (Sushmita Dev) বলেন, "অসমে বর্তমানে এআইইউডিএফ এবং কংগ্রেসের বিধায়করা বিজেপির মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। এটা মতাদর্শগত যুদ্ধ। যদি সব দল এক হয়ে যায়, তাহলে বিরোধী দলের জায়গা কোথায়?" এই পরিস্থিতি দেখেই তিনি তৃণমূলে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যয়ের হাত শক্ত করার বিষয়ে চিন্তাভাবনা করেন বলে জানান সুস্মিতা দেব। 

প্রসঙ্গত কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন অসমের এই নেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দু'জনকেই তিনি সম্মান করেন। তাই কংগ্রেসে ইস্তফা দেওয়ার পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছন। তৃণমূলে যোগ দেওয়ার আগে নিজের মায়ের সঙ্গেও তিনি আলোচনা করেন বলে জানান সুস্মিতা দেব। 

হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা

এদিন অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা করেন প্রাক্তন এই কংগ্রেস নেত্রী। তিনি বলেন, "অসমে বিজেপি (BJP) শেষ। আর হিমন্ত বিশ্ব শর্মাই অসমে বিজেপিকে শেষ করেছেন। বর্তমানে অসম বিজেপিতে পুরনো আরএসএস কর্মীদের কোনও ভূমিকা নেই বলেই দাবি তাঁর।" একইসঙ্গে অসমে এআইইউডিএফ এখন বিজেপির 'বি টিম' হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি কংগ্রেসের বিধায়করা বর্তমানে দোলাচলে আছেন বলেও দাবি করেন সুস্মিতা। তবে বিরোধিতা কাকে বলে সেটা তৃণমূল কংগ্রেসের পতাকার নিচে দাঁড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মাকে তিনি দেখাবেন বলে এদিন চ্যালেঞ্জ ছুঁড়ে দেন সুস্মিতা দেব।  

অন্যদিকে এদিন ত্রিপুরায় (Tripura) কংগ্রেসের পরিস্থিতি নিয়েও মুখ খোলেন সুস্মিতা। তিনি বলেন, "ত্রিপুরায় কংগ্রেসের (Congress) কোনও অস্তিত্বই নেই। বিগত দু'বছর ধরে কোনও কমিটি নেই।" আর সেই কারণেই  মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তৃণমূলকে শক্তিশালী করে বিজেপিকে টক্কর দিতে চাইছেন বলে জানান সুস্মিতা দেব। 

Advertisement

 

Advertisement