scorecardresearch
 

তমলুকে প্রবল বিক্ষোভের মুখে শুভেন্দু, চুরির অভিযোগ TMC-র

দলের (BJP) সংগঠনকে ঢেলে সাজাতে তমলুকের বিভিন্ন ওয়ার্ডে বৈঠক করার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবার তমলুকোর ৬ নম্বর ওয়ার্ডে পৌঁছান শুভেন্দু। তিনি পৌঁছতেই ব্যাপক বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। হাতে পোস্টার, মুখো স্লোগান সহ চলে বিক্ষোভ। এরপর ১৬ নম্বর ওয়ার্ডের ডহরপুর এলাকায় দলীয় নেতা নবারুণ নায়েকের বাড়িতে ঢোকার সময়েও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দুকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।  

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • তমলুকে তৃণমূলের ব্যাপক বিক্ষোভ
  • বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী
  • শুভেন্দুর বিরুদ্ধে চুরির অভিযোগ

তমলুকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ঘিরে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের (TMC)। সঙ্গে চলল শুভেন্দু বিরোধী স্লোগান। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চুরির অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় শহরে। খবর পেয়ে এলাকায় পৌঁছায় পুলিশ। 

জানা গিয়েছে, দলের (BJP) সংগঠনকে ঢেলে সাজাতে তমলুকের বিভিন্ন ওয়ার্ডে বৈঠক করার পরিকল্পনা করেছেন শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবার তমলুকোর ৬ নম্বর ওয়ার্ডে পৌঁছান শুভেন্দু। তিনি পৌঁছতেই ব্যাপক বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। হাতে পোস্টার, মুখো স্লোগান সহ চলে বিক্ষোভ। এরপর ১৬ নম্বর ওয়ার্ডের ডহরপুর এলাকায় দলীয় নেতা নবারুণ নায়েকের বাড়িতে ঢোকার সময়েও তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দুকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তমলুক থানার পুলিশ।  

ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারণ

অন্যদিকে এদিনই কাঁথি কো-অপারেটিভ ব্যাঙ্কের (Contai Co Operative Bank) চেয়ারম্যানের পদ থেকে সরানো হয়েছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের পরিচালন কমিটি। জানা গিয়েছে, এদিন জরুরি বৈঠকে বসেন পরিচালন কমিটির সদস্যরা। এই মুহূর্তে ব্যাঙ্কের ডিরেক্টরের সংখ্যা ১৮ জন। তাঁদের মধ্যে ভোটাধিকার রয়েছে ১৪ জনের। এদিন তাঁদের মধ্যে ১০ জন উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই এই বিষয়ে সহতম হন। শুভেন্দু অধিকারীকে সরিয়ে আপাতত ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। 

এই প্রসঙ্গে ব্যাঙ্কের এক ডিরেক্টর আলেম আলি খান জানান, ৪ মাস ধরে ব্যাঙ্কটিকে অকেজো করে ফেলে রেখেছেন শুভেন্দু অধিকারী। ঘনঘন মামলা করছেন। মিটিং ডেকে তা বাতিল করে দিচ্ছেন। ফলে লোনের ফাইল প্রসেস করা যাচ্ছে না। এবার তাই ব্যাঙ্কের স্বার্থে ও কাঁথিবাসীর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

Advertisement


 

Advertisement