scorecardresearch
 

'হামাসের মতো হামলা, টার্গেট মোদী-শাহ,' হুমকি 'কাশ্মীর ফাইট' জঙ্গি গোষ্ঠীর

Impact Feature

কাশ্মীর ফাইট নিজেদের সংগঠনের সদস্যদের বলেছে, হাইপ্রোফাইল ব্যক্তিদের টার্গেট করতে। সংগঠনের এই হুমকিটিতে লেখা রয়েছে যে গাজাতে সংঘাতের ঘটনা ঘটেছে। এটা সমস্ত লোকেদের জন্য চোখ খুলে দেওয়ার মতো ঘটনা তাদের জন্য, যাঁকা সংযুক্ত রাষ্ট্র বা অন্যান্য মানবাধিকার সমূহ এবং সংগঠনের এবং দেশে সত্যি কোনরকম আশা রাখেন।

Advertisement
হামাসের মতো আক্রমণ করতে হবে, মোদী-শাহকে টার্গেট; জঙ্গি সংগঠনের হুমকি হামাসের মতো আক্রমণ করতে হবে, মোদী-শাহকে টার্গেট; জঙ্গি সংগঠনের হুমকি
হাইলাইটস
  • হামাসের মতো আক্রমণ করতে হবে
  • মোদী-শাহকে টার্গেট জঙ্গিদের
  • জঙ্গি সংগঠনের হুমকি চিঠি

জঙ্গি সংগঠন কাশ্মীর ফাইট-এর তরফ থেকে এক হুমকি চিঠি সামনে এসেছে। উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে যে যেভাবে হামাস কিছু সময় আগে ইজরাইলে অ্যাটাক করেছে, সেই রকম হামলা করতে হবে। ওই উগ্রপন্থী সংগঠন কাশ্মীর ফাইট নিজেদের সদস্যদের উদ্দেশ্য করে বলেছে, পর্যটক, কাশ্মীরে থাকা অ-স্থানীয় লোক এবং নিরাপত্তা রক্ষীদের টার্গেট করতে বলা হয়েছে। সঙ্গে টেররিস্ট গ্রুপ নিজেদের সদস্যদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করতে বলেছে।

কাশ্মীর ফাইট নিজেদের সংগঠনের সদস্যদের বলেছে, হাইপ্রোফাইল ব্যক্তিদের টার্গেট করতে। সংগঠনের এই হুমকিটিতে লেখা রয়েছে যে গাজাতে সংঘাতের ঘটনা ঘটেছে। এটা সমস্ত লোকেদের জন্য চোখ খুলে দেওয়ার মতো ঘটনা তাদের জন্য, যাঁকা সংযুক্ত রাষ্ট্র বা অন্যান্য মানবাধিকার সমূহ এবং সংগঠনের এবং দেশে সত্যি কোনরকম আশা রাখেন।

সঙ্গে এটাও বলা হয়েছে যে নৃশংস গাজা নরসংহারের মতো ঘটনার জন্য তৈরি থাকুন। HOJK ভবিষ্যৎ এর বিষয়ক চিন্তাভাবনা করুন। এখন সময় এসে গেছে IIOJK তে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং রণনীতি বদলে ফেলা। নেতৃত্ববাদী ভারতীয় শাসন নিয়ে এবং তার আশপাশে হাইপ্রোফাইল টার্গেটের উপর লক্ষ্য স্থির করা। উগ্রপন্থী সংগঠন নেজেদের লেটারে বলেছে এখন একটা ভয়ংকর পরিস্থিতি এবং সশস্ত্র প্রতিরোধ করে এ থেকে বাইরে আসতে হবে এবং ঠিক ওই জায়গাতে হামলা করতে হবে যেখানে সবচেয়ে বেশি আঘাত এসেছে। টার্গেটের দিকে লক্ষ্য স্থির করুন এবং আয়োজন প্রস্তুত করুন।

উগ্রপন্থী সংগঠন কাশ্মীর ফাইট দিয়েছে এই হুমকি

১.টার্গেট হাইপ্রোফাইল ব্যক্তিত্ব যাদের প্রভাব প্রত্যক্ষ বা ও প্রত্যক্ষভাবে আইআইওজেকে-এর সঙ্গে সম্বন্ধিত

২.ভারতীয় শাসনে স্ট্র্যাটেটেজিক সংস্থাগুলিকে টার্গেট করা।

৩. বড় ভাবনা চিন্তা করতে হবে এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর দিকে টার্গেট করতে হবে।

Advertisement

৪. নিরাপত্তা এজেন্সিদের কার্যালয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে হবে।

৫. সেই সমস্ত পর্যটকদের টার্গেট করতে হবে যাদের মাধ্যমে শাসকরা IIOJK-র নকল সাধারণ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে।

৬. এই সমস্ত স্থানীয় লোকেদের চিহ্নিত করতে হবে এবং টার্গেট করতে হবে। যাঁরা IIOJK তে সার্ভিস করে।

৭. যেখানে সবচেয়ে বেশি আঘাত এসেছে সেই রাস্তাতে রক্ত বইয়ে দিতে হবে। IIOJK তে ঝরে পড়া প্রত্যেক রক্তের ফোঁটার বদলা আইআইও যে কে এর বাইরে নিতে হবে।

৮. কোনও বিষয়ে অস্পষ্টতা রাখলে হবে না। যা করবেন তা করে বুঝিয়ে দিতে হবে যে কেন করা হয়েছে? প্রত্যেক বিষয়ে স্পষ্ট থাকুন।

 

Advertisement