গুজরাতের দ্বারকাধিশ মন্দিরে (Dwarkadhish Temple) বজ্রপাত। ক্ষতিগ্রস্ত মন্দিরের ধ্বজা। তবে হতাহতের কোনও খবর নেই। ভক্তদের দাবি, প্রভু দ্বারকার আশীর্বাদেই রক্ষা পেয়েছেন সকলে। প্রসঙ্গত দ্বারকাধিশ শব্দের অর্থ হল, দ্বারকার অধিপতি বা রাজা, অর্থাৎ শ্রীকৃষ্ণ। আর তাঁর আশীর্বাদেই সকলে রক্ষা পেয়েছেন বলে বিশ্বাস ভক্তদের।
জানা গিয়েছে, মঙ্গলবার ব্যাপক বৃষ্টি চলাকালীন মন্দিরের চূড়ায় বজ্রপাত হয়। সেই সময় মন্দিরে চলছি পুজো। উপস্থিত ছিলেন ভক্তরা। তাঁদের চোখের সামনেই বজ্রপাত হয় মন্দিরের চূড়ায়। তাতে হতাহতের ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয় ধ্বজাটি।
প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, 'মন্দিরে বজ্রপাত হয়। ভয় পেয়ে যাই। কিন্তু কিছু হয়নি।' ভক্তদের মতে দ্বারকাধিশই ছিলেন তাঁদের রক্ষাকর্তা। তাই জন্যই কারও কোনও ক্ষতি হয়নি। এমনকী মন্দিরেরও কোনও ক্ষতি হয়নি। শুধুমাত্র ক্ষতগ্রস্ত হয় মন্দিরের শিখরের ধ্বজাটি। তবে ধ্বজা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচলিত হয়ে পড়েন ভক্তরা।
এই প্রসঙ্গে অপর এক প্রত্যক্ষদর্শী জানান, 'এত বৃষ্টি হবে ভাবিওনি। ৩টের সময় বজ্রপাত হয়। আর সাড়ে ৩টের সময় বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যায়। তারপর ফের ধ্বজাটি লাগান হয় এবং দ্বারকাধিশ তা গ্রহণ করেন।'