scorecardresearch
 

পেগাসাস নিয়ে কেনও চুপ করে রয়েছেন প্রধানমন্ত্রী? প্রশ্ন তৃণমূলের

তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়ন বলেন, "আমরা সংসদ অধিবেশনে অশান্তি চাই না। শুধু প্রধানমন্ত্রী এতোটুকুই বলুক যে পেগাসাস ব্যবহার করেছেন কি না? উত্তর না পাওয়া পর্যন্ত আমরা সংসদের ভিরতে ও বাইরে সমানভাবে প্রতিবাদ করে যাব।"

Advertisement
ডেরেক ও'ব্রয়ান ডেরেক ও'ব্রয়ান
হাইলাইটস
  • পেগাসাস নিয়ে প্রধানন্ত্রী কেনও চুপ করে রয়েছেন?
  • এবার প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস
  • সদ অধিবেশনের পরই তেমনই ইঙ্গিত মিলেছে দলের সংসদীয় কমিটির পক্ষ থেকে

পেগাসাস নিয়ে প্রধানন্ত্রী কেনও চুপ করে রয়েছেন? এবার প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। আজ সকাল থেকেই দফায় দফায় এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদের অধিবেশন। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর হাত থেকে পেগাসাস বিবৃতির কাজও ছিনায়ে নেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এই পরিস্থিতিতে অধিবেশন আগামীকাল পর্যন্ত মুলতুবি হয়ে যায়। এই পরিস্থিতিতে এবার পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল তৃণমূল কংগ্রেস। আজ সংসদ অধিবেশনের পর দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে সরকারে সমালোচনায় সামিল হন ডেরেক ও'ব্রায়ান, সুখেন্দু শেখর রায় এবং শান্তনু সেন। তাঁদের বক্তব্য, যেভাবে বিরোধীদের সঙ্গে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার তাতে মনে হচ্ছে আমরা সন্ত্রাসবাদীদেরও অধম। 

তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়ন বলেন, "আমরা সংসদ অধিবেশনে অশান্তি চাই না। শুধু প্রধানমন্ত্রী এতোটুকুই বলুক যে পেগাসাস ব্যবহার করেছেন কি না? উত্তর না পাওয়া পর্যন্ত আমরা সংসদের ভিরতে ও বাইরে সমানভাবে প্রতিবাদ করে যাব।"

এই একই বিষয়ে আজ রাজ্যেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যেভাবে এই পেগাসাস কেলেঙ্কারি করেছে কেন্দ্র, তা ওয়াটারগেটের থেকেও বড় ইস্যু। কেন্দ্র আসলে সবার কণ্ঠ রোধ করতে চাইছে। তাই এই কাজ করে চলেছে। 

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে এবার তৃণমূল কংগ্রেসের সাংসদদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠাতে চলেছে বিজেপি। এদিন, সংসদ অধিবেশনের পরই তেমনই ইঙ্গিত মিলেছে দলের সংসদীয় কমিটির পক্ষ থেকে। 
 

Advertisement